বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয় মোট ২০০ মার্কের। ২০০ মার্কের মধ্যে মানসিক দক্ষতা অংশে ১৫ মার্ক। প্রিলিমিনারি পাশ করতে হলে মানসিক দক্ষতা অংশে ভালো মার্ক পেতে হবে। আজকে আমরা শেয়ার করবো কিভাবে সহজে মানসিক দক্ষতা প্রস্তুতি নেয়া যায়।
মানসিক দক্ষতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বা এমসিকিউ নিয়ে এখানে আলোচনা করা হলো। মানসিক দক্ষতা থেকে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন কমন আসতে দেখা যায়। আশা করি আপনাদের উপকারে আসবে। মানসিক দক্ষতা গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর গুলো এক পলক দেখে নিন। এখানে মানসিক দক্ষতা থেকে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর দেয়া হল।
মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, নাটক, গ্রন্থ, প্রবন্ধ, গল্প, গান, প্রামাণ্যচিত্র, ছোট গল্প
মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, সাহিত্য থেকে বার বার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর- মুক্তিযুদ্ধ সাধারণ জ্ঞান
চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পত্রিকার নাম ও সম্পাদক তালিকা এবং সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি
চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন দিবসের তালিকা- জাতীয় ও আন্তর্জাতিক দিবস
বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে কিছু গুরত্বপুর্ন প্রশ্নোত্তর – গুরুত্বপূর্ণ MCQ
বাংলা ভাষা ও সহিত্য থেকে ১০ ম থেকে ৪৩ তম বিসিএস পরীক্ষার সকল প্রশ্নোত্তর
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ Phrase and Idioms
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
ঢাকা মেট্রোরেল সম্পর্কে সকল প্রশ্ন ও উত্তর – মেট্রোরেল সাধারণ জ্ঞান
মানসিক দক্ষতা থেকে গুরত্বপুর্ন বিসিএস প্রশ্ন ও উত্তর (প্রিলিমিনারি ও লিখিত)
১-১০০ পর্যন্ত লিখতে ৯ সংখ্যাটি কতবার আসে ?
ক) ১১ বার
খ) ১৪ বার
গ) ১৫ বার
ঘ) ২০ বার
৯৫, ৮৭, ৮০, ৭৪ ….. ধারাটির অষ্টম পদ হবে-
ক) ৬০
খ) ৬১
গ) ৬২
ঘ) ৬৩
৯,৩৬, ৮১, ১৪৪ এর পরবর্তী সংখ্যা কত ?
ক) ১৫৯
খ) ২২৫
গ) ২৫৬
ঘ) ২৭২
২, ৩, ১, ৪….ধারাটির নবম পদ হবে-
ক) ০
খ) -১
গ) -২
ঘ) ২
৩ , ৫, ৮, ১৩, ২১ এই সিরিজটি পরের সংখ্যাটি কত?
ক) ২৪
খ) ২৬
গ) ৩৪
ঘ) ২৯
১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্প্রতিবার হলে, ১৯৯৫ সালের ঐ একই তারিখে হবে-
ক) বৃহস্প্রতিবার
খ) শুক্রবার
গ) রবিবার
ঘ) শনিবার
নিচের কোন সংখ্যাটি অন্য রকম?
ক) ৪৩
খ) ২৩
গ) ১৯
ঘ) ১৬
একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত ?
ক) ১/২
খ) ১/৫
গ) ১/৩
ঘ) ১/৪
একটি পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী এবংপ্রত্যেক পুত্রের ৪ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিলেন?
ক) ১০
খ) ১২
গ) ১৪
ঘ) ১৬
একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে ?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
একটি গোল মুদ্রা টেবিলে রাখা হল। ঐ মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
ক) ৪
খ) ৬
গ) ৮
ঘ) ১০
একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এ দলের কতজন কট আউট হলো?
ক) ২ জন
খ) ৩ জন
গ) ৪ জন
ঘ) ৫ জন
একজন পরীক্ষার্থীকে ১২টি প্রশ্ন হতে ৬টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম ৫টি থেকে টিক ৪টি প্রশ্ন বাছাই করে কত প্রকারে ৬টি প্রশ্ন উত্তর করা যাবে?
ক) ১০০
খ) ১০৫
গ) ১১০
ঘ) ২২০
আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার সম্পর্কে কি হয় ?
ক) ভাগ্নে
খ) ভাতিজা
গ) ভাই
ঘ) দাদা
P হচ্ছে Q এর পিতা কিন্তু Q , P এর ছেলে নয় । তাদের সম্পর্ক কোন ধরণের ?
ক) পিতা-মাতা
খ) ভাই-বোন
গ) মেয়ে-পিতা
ঘ) ছেলে-মেয়ে
P is heavier than B. R is lighter than A. P in lighter than R. Who is the heaviest?
ক) B
খ) P
গ) A
ঘ) R
52 টি তাসের একটি প্যাকেট হতে একটি তাস তোলা হল। তাস টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
ক) 1/52
খ) 1/26
গ) 3/52
ঘ) 1/13
‘ডিজেল ইঞ্জিন’ মোটর গাড়ীর সাথে সম্পর্ত হলে সার্চ ইঞ্জিন কিসের সাথে সম্পর্কিত
ক) হেলিকপ্টার
খ) কম্পিউটার
গ) উড়োজাহাজ
ঘ) জিপিএস
শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
লাল-হলুদ-সবুজ-লাম-হলুদ
শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ-
সরকারি নির্দেশ
দূর থেকে চোখে পড়বে বলে
তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
দেখতে সুন্দর লাগে
৮, ১১, ১৭, ২৯, ৫৩–। পরবর্তী সংখ্যাটি কত?
১০১
১০২
৭৫
৫৯
একটি দেয়াল ঘড়িতে যখন ৩ টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পূর্বদিক থাকে তাবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
উত্তর
পশ্চিম
দক্ষিণ
পূর্ব
পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর – পদ্মা সেতু সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী MCQ – গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি
মানসিক দক্ষতা থেকে গুরত্বপুর্ন বিসিএস প্রশ্ন ও উত্তর (প্রিলিমিনারি ও লিখিত)
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
অষ্টম শ্রেণির বোর্ড বই থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর
সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা পশ্ন ও উত্তর
P এবং Q দুই ভাই । R এবং S দুই বোন। P এর ছেলে হলো S – এর ভাই। তাহলে Q হলো R – এর
পুত্র
ভাই
পিতা
চাচা
স্টেপলারের সাথে যেমন সেটপল, সুচের সাথে তেমন-
ছিদ্র
কাপড়
সুতা
সেলাই মেশিন
165135 যদি Peace হয়, তবে 1215225 হবে-
Lead
Love
Loop
Castle
২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?
শনিবার
সোমবার
বৃহস্পতিবার
শুক্রবার
৫, ৭, ১০, ১৪ …….২৫ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?
১৭
১৮
১৯
২১
কোন কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?
how
what
why
who
নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনাক্রমিকভাবে সাজানো রয়েছে?
নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
নিদর্শন, নিম্নােক্ত ,নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়
যদি PLAY এর কোড ৮১২৩ এবং RHYME এর কোড ৪৯৩৬৭ হয়, তাহলে MALE এর কোড হবে-
৬৩২৩
৬১৯৮
৬২১৭
৬২৮৫
২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
২.০৫৭৩৪
০.২০৫৭৩৪
০.০২০৫৭৩৪
২০.৫৭৩৪০
৫ঃ ১৮, ৭ঃ ২ এবং ৩ঃ ৬ এর মিশ্র অনুপাত কত?
৭২ঃ ১০৫
৭২ঃ ৩৫
৩৫ঃ ৭২
১০৫ঃ ৭২
একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিন পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে।লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল ছিল?
৪৫
৪৮
৭৫
২৪
১ বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?
০.০৯২৯
৭.৩২
৬.৪৫
৬৪.৫০
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল-
৪৮৫০
৪৯৫০
৫৭৫০
৫৯৫০
কোন সংখ্যাটি বৃহত্তম?
০.৩
০.৩‾‾‾√
২৫
১৩
শুদ্ধ বানানটি নির্দেশ করুন-
মুহুর্মুহু
মূহুর্মুহু
মুহুর্মূহু
মুর্হুর্মুহু
১৯৯৪ সালের ১ লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালে ঐ একই তারিখে হবে-
বৃহস্পতিবার
শুক্রবার
শনিবার
রবিবার
একটি সংখ্যার তিনগুণের সাথে দুইগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
১৬
১৮
২০
২৪
পরপর দশটি সংখ্যার প্রথম ৫ টি সংখ্যার যোগফল ৫৬০ হলে শেষ ৫ টির যোগফল কত?
৫৮৫
৫৮০
৫৭৫
৫৭০
কোন ভগ্নাংশটি ২৩ থেকে বড়?
৩৩৫০
৮১১
৩৫
১৩২৭
১২ ও ৯৬ এর মধ্যে (এ দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
২১
২৩
২৪
২২
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
৫
৮
৬
১০
কোন বানানটি শুদ্ধ?
সমীচীন
সমিচীন
সমীচিন
সমিচিন
Tiger: Zoology :: Mars :
Astrology
Crytology
Astronomy
Telescopy
Break : Repair :: Wound:
Heal
Hurt
Fix
Plaster
Frightened : Scream :: Angry :
Cry
Shiver
Shout
Sneer
He ……….. consciousness as a result of his head hitting the car’s dashboard.
failed
broke
lost
passed
If you count 1 to 100, how many 5s will you pass on the way?
10
11
18
20
A farmer had 17 hens. All but 9 died. How many live hens were left?
0
9
8
16
If two typists can type two pages in the two minutes how many typists will it take to type 18 pages in six minutes
3
6
9
18
The fifth constant from the beginning of this sentence is the letter…………
i
e
a
t
If the second day of the month is a Monday, the eighteenth day of the month is a …………..
Sunday
Tuesday
Wednesday
Monday
Two men, starting at the same point, walk in opposite directions for 4 meters, turn left and walk another 3 meters. What is the distance between them?
7 meters
14 meters
10 meters
6 meters
30% of 10 is 10% of which?
30
60
500
600
Rahim is 12 years old. He is three times older than Karim. What will be the age of Rahim when he is two times older than Karim?
15 years
16 years
17 years
18 years
Divide 30 by half and 10. what do you get?
25
45
55
70
ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সমনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন। কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে? [৩৭ তম প্রিলিমিনারি] [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পূর্ব দিকে। (বের হওয়ার সময় সূর্য আপনার সমনে ছিল, মানে পূর্ব দিকে ছিল, এটাই এখানে ট্রিক)
A bird does not always have- [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Nest
‘Quite’ is related to ‘Sound’, in the same way ‘Darkness’ is related to- [২৭ তম বিসিএস]
উত্তরঃ Sunlight.
Silver is more prettier than iron because it is- [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Prettier
মিটারগেজ রেলপথের দুই লাইনের মধ্যে দূরত্ব কত? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১.১ মিটার।
AZ, CX EV ……… শূন্যস্থানে কী বসবে? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ GT
সাংহাই কী চীনের রাজধানী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ না।
এরোপ্লেন কী বাতাসের চেয়ে হালকা? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ না।
Men are ……….shorter than their wives. [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ rarely
A contest always has — [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ opponents
The moon is related to the earth as the earth is to… [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Sun
Fathers are………wiser than their sons. [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ usually
Misfortunate is to sorrow, as success is to………. [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ joy
The opposite of Friendship is….. [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ enmity
A mother is always……….than her daughter. [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ older
A man who is averse to change is said to be…………… [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ conservative
An electric light is related to the candle as an automobile is to………….. [২৭ তম বিসিএস]
উত্তরঃ a carriage
Which one is not like other four? (a) Bend (b) Shave (c) Chop (d) Whittle (e) Shear
উত্তরঃ Bend
What is the opposite of ‘hate’? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Joy
A is West of B and B is North of C. D is South of A. Which direction is D of C?
উত্তরঃ West
1 4 2 5 3 6 4 7 5 9 6, one number is wrong in the series. What should that number be?
উত্তরঃ 8
একজন ছাত্রকে বলা হলো একটি সংখ্যাকে ২ দ্বারা গুণ করে ৩ যোগ করতে। সে তা না করে এর পরিবর্তে প্রথমে ৩ যোগ করল ও পরে ২ দ্বারা গুণ করলো। সে যদি উত্তর ২০ পেয়ে থাকে তাহলে সঠিক উত্তর কত হবে? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৭।
Which word is closest in meaning of ‘’Experiment’’?
(a)gamble (b) trail (c)otdeal (d)speculate
Ans: Trail
What is the opposite meaning of ‘’Purchase’’? [২৭ তম বিসিএস লিখিত]
Ans: sell
When the cat’s away, mice begin to………? [২৭ তম বিসিএস লিখিত]
Ans: play
Early to bed and early to rise makes a man………? [২৭ তম বিসিএস লিখিত]
Ans: healthy, wealthy and wise
Smuggle, steal, bribe, cheat and sell. Which one is different from other? [২৭ তম বিসিএস]
Ans: sell
What people say about a person is related with his…. [২৭ তম বিসিএস লিখিত]
Ans: character
What is related to few as ordinary is to exceptional? [২৭ তম বিসিএস লিখিত]
Ans: many
Which one is different from other?
(a) good (b) large (c) red (d) walk (e) thick
Ans: walk
(a) ABDE (b) GHIJ (c) MNPQ (d) STVW, Which one is different from other? [২৭ তম বিসিএস]
Ans: GHIJ
1 3 9 27 81 108, which number is wrong? [২৭ তম বিসিএস লিখিত]
Ans: 108.
Amorphousness : Definition :: Lassitude :……..? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Energy
Philatelist : Stamps :: Numismatist :………? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Coins
Proctor : Supervise :: Prodigal :……..? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Squander
Flag : Vigor :: Waver : ……….? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Resolution
Embroider : Cloth :: Stain :………..? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Glass
What is the opposite meaning of ‘SYNCHRONOUS’? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Out of Shape
What is the opposite meaning of ‘LIST’? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Be upright
What is the opposite meaning of ‘TRACTABLE’? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Headstrong
What is the opposite meaning of ‘PERFIDY’? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Loyalty
What is the similar meaning of ‘MAWKISH’? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Sentimental
What is the similar meaning of ‘MEDIOCRE’? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Average
What is the similar meaning of ‘MELEE’? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Brawl
What is the similar meaning of ‘MELLIFLUOUS’? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Smooth
A school has always………..? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Students
A shop has always…………… ? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Goods
A bird has always …………..? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Feathers
A cow does not always have………?[২৮ তম বিসিএস লিখিত]
Ans: Calf
Laugh is to cry as ………is to sad. [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Happy
Burmese, English, Punjabi, France, Persian – among these which one is different?
Ans: France
Triangle, Rectangle, Square, Circle, Rhombus, — among these which one is different?
Ans: Circle
1 + 3+ 5 + ………. +15+ 17 is equal to…..? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: 81
Which novel was written by Charles Dickens? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: The Old Curicity Shop
Who was the Chief Minister, Beangal on 14th August, 1947? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Sir Khawaza Nazimuddin
Algeria, Morocco, Benin, Egyept, Vietnam – which country is deffernt from others?
Ans: Viatnam
It is impossible for a family without its……….? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Members
সাদেক সাহেব তাঁর ব্যক্তিগত কারের মুখ উত্তরে রেখে অফিসে ঢুকে পরলেন। তাঁর বাসা থেকে অফিস পর্য্ন্ত পথ অতিক্রম করতে গাড়িটি দু’বার ডানদিকে ও একবার বাম দিকে ঘুরছে। বাসা ত্যাগ করার সময় গাড়িটি কোন মুখী ছিলো? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পশ্চিম মুখী।
২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিলো। সে বছর ৩১ ডিসেম্বর কী বার ছিলো?
উত্তরঃ বৃহস্পতিবার।
একটি পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি কয় সমকোন? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৬ সমকোণ।
পানির সাথে পাইপের যেরূপ সম্পর্ক, বিদ্যুতের সাথে সেরূপ সম্পর্ক কার? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তারের।
It is impossibl to observe a virus without — [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Complex Microscope
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিলিমিটার হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত মিলিমিটার হবে?
উত্তরঃ ৪০ মিলিমিটার।
৬, ১২, ও ৮ এর চতুর্থ সমানুপাতিকটি কত? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৬।
What is the meaning of ‘RESUSCITATE? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Revive
What is the meaning of ‘EMANCIPATE’? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Set free
What is the meaning of ‘CONSENSUS’? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: General Agreement
‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কী? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ অদ্রি।
‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কী? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শশাংক।
What is the opposite meaning of ‘SHIFT’? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Fix
What is the opposite meaning of ‘CRUX’? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Trivial Point
What is the opposite meaning of ‘EXODUS’? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Entry
‘পুষ্ট’ এর বিপরীত শব্দ কী? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ক্ষীণ।
‘প্রলয়’ এর বিপরীত শব্দ কী? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সৃষ্টি।
Initiate : End :: Remain :………..? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Retreat
Clarity : Confusion :: Mediate :……….? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Altercation
Extract : Quotation :: Forecast :……….? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Prediction
Anachronism : Period :: Fallacy :………..? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Logic
Wanton : Ascetic :: Obstreperous :…….? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Shy
IF 1394 = ACID then 4516 =? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ DEAF
২, ৬, ১২, ৩৬, ৭২, ……..। শূন্য স্থানে কোন সংখাটি বসবে? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২১৬।
Bangladesh, Maldives, India, Srilanka, Pakistan, Nepal = ? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: B M I S P N
Flower : Fragrance :: Fire :……………? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Heat
Mansion : Hut :: Elephant :……….? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Rabbit
Tonge : Speech :: Eye :……………? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Sight
Bird : Feather :: Fish :………….? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Scale
Ruling : King :: Learning :…………….? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Teacher
Ornament : Ring :: Furniture :………? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Table
Scribble : Write :: Stammer :…………..? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Speak
Water is to Oxygen as Salt is to………..? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Sodium
Doctor is to Patient as Lawyer is to……….? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Client
Cattle is to Fodder as Fish is to…….? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: plankton
Aeroplane, Car, Scooter, Truck – among these four which one if different from other three?
Ans: Aeroplane
কিলোমিটার, কিলোগ্রাম, মাইল, গজ – এদের মধ্যে কোনটি আলাদা? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কিলোগ্রাম।
যদি TALE = LATE হয়, তবে CAFE = ? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ FACE
VACATE = AVACET হলে, LITERATE = ? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ILETARATE
পিঁয়াজ, টমেটো, আলু, গাজর – এর মধ্যে কোনটি আলাদা? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ টমেটো।
২০১০ সালের ১ জানুয়ারি শুক্রবার ছিলো। ঐ বছর ৩১ ডিসেম্বর কী বার ছিলো? [৩০ তম বিসিএস]
উত্তরঃ শুক্রবার।
আগামি পরশু রফিকের জন্মদিন। পরের সপ্তাহের সেইদিন একটি উৎসব। আজ রবিবার হলে উৎসবের পরের দিন কি বা হবে? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বুধবার।
সালেহা একটি বালিকা শ্রেণির উভয়পাশ থেকেই একাদশতম স্থানে থাকলে মোট বালিকা কতজন?
উত্তরঃ ২১ জন।
৪৩, ২৩, ১৯, ১৬ – এখানে কোন সংখ্যাটি অন্যরকম? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৬।
১+২+৩+……৯৮+৯৯+১০০= কত? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫০৫০।
১০, ২২, ৪৬, ৯৪,………? শূন্যস্থানে কোন সংখ্যা বসবে? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯০।
P, Q থেকে লম্বা। Q, R এর থেকে লম্বা। M, N থেকে লম্বা। N, Q থেকে লম্বা। কে সবচেয়ে খাটো?
উত্তরঃ R
‘+’ অর্থ বিয়োগ, ‘—’ অর্থ গুণ, ‘×’ অর্থ ভাগ এবং ‘‘/ ’’ অর্থ যোগ হলে, ৫-৫+৫/৫×৫=কত?
উত্তরঃ ২১।
Who is the immediate left of L ? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: K
The word homogenous means………….? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Same kind
Press : Television :: Radio : ………? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Mass media
It is impossible for a fimily without ………….? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Members
P is heavier than B, R is heavier than A, P is thinner than R. Who is the heaviest?
Ans: A
Prairies is to North America as Down is to …………..? [৩০ তম বিসিএস লিখিত]
Austrlia
নিপু, মমি, নাহিদ, বরুন, ও জাফর এর মধ্যে নিপু, মমি থেকে লম্বা। নাহিদ, জাফর থেকে বেঁটে। নিপু বরুন থেকে বেঁটে। মমি, জাফর থেকে লম্বা। সবচেয়ে লম্বার ঠিক পরের জন কে?
উত্তরঃ নিপু।
আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করল। আমার কক্ষে মোট কতজন লোক আছে? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৯ জন।
ময়ুর ও হরিণ একত্রে ৮০ টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০ টি। এখানে ময়ুরের সংখ্যা কত?
উত্তরঃ ৬০ টি।
If GAMES is to HBNFT, then SPORTS is to……? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: TQPSUT
০.০১×০.০১=? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ০.০০০১
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে তার পরিসীমা কত?
উত্তরঃ ৬০ মিটার
ট্যাগঃ মানসিক দক্ষতা মডেল টেস্ট, মানসিক দক্ষতা প্রশ্ন ও উত্তর pdf, মানসিক দক্ষতা যাচাই, মজার মানসিক দক্ষতা, বিসিএস মানসিক দক্ষতা প্রস্তুতি, মানসিক দক্ষতা সম্পর্ক, মানসিক দক্ষতা কি, মানসিক দক্ষতা বই pdf download,, মানসিক দক্ষতা মজার প্রশ্ন, মানসিক দক্ষতা প্রশ্ন ও উত্তর pdf, মানসিক দক্ষতা বিসিএস প্রিলিমিনারি, মানসিক দক্ষতা মডেল টেস্ট, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা pdf, মানসিক দক্ষতা mcq, মানসিক দক্ষতা শর্টকাট, বিসিএস মানসিক দক্ষতা pdf, মানসিক দক্ষতা মজার প্রশ্ন, খাইরুল মানসিক দক্ষতা pdf, মানসিক দক্ষতা বই pdf download, Mp3 মানসিক দক্ষতা বই pdf download, Assurance মানসিক দক্ষতা pdf, জর্জ মানসিক দক্ষতা pdf, Mp3 মানসিক দক্ষতা pdf, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা pdf