চাকরি প্রস্তুতি

মানসিক দক্ষতা সিলেবাস এবং প্রস্তুতি গাইডলাইন – বিসিএস প্রিলিমিনারি

মানসিক দক্ষতা সিলেবাস- বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিনজা টেকনিক

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয় মোট ২০০ মার্কের। ২০০ মার্কের মধ্যে মানসিক দক্ষতা  অংশে ১৫ মার্ক। প্রিলিমিনারি পাশ করতে হলে মানসিক দক্ষতা  অংশে ভালো মার্ক পেতে হবে। আজকে আমরা শেয়ার করবো কিভাবে সহজে মানসিক দক্ষতা প্রস্তুতি নেয়া যায়।

মানসিক দক্ষতা বিষয়ের জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা

১) জর্জমেন্টালস এবিলিটি বা খাইরুলস মেন্টাল এবিলিটি এই দুইটির যেকোন একটি কিনে নিতে পারেন।

২। অনুশীলনের জন্য যেকোনো ভালো প্রকাশনীর বিসিএস প্রস্তুতির গাইড বই (যেমন – এমপিথ্রি/প্রফেসর’স/অ্যাসিওরেন্স/ওরাকল)

বিসিএস সিলেবাস: মানসিক দক্ষতা – মোট নম্বর ১৫

  • ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)
  • সমস্যা সমাধান (Problem Solving)
  • বানান ওভাষা (Spelling and Language)
  • যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning)
  • স্থানাংক সম্পর্ক (Space Relation)
  • সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability)

বিসিএস প্রিলিমিনারি মানসিক দক্ষতা প্রস্তুতি

  • এখানে ভালো নম্বর পাওয়ার একমাত্র উপায় হল আগের বছরে আসা সকল প্রশ্নগুলো ব্যাখ্যাসহ ভালোভাবে বুঝে সল্ভ করা। এতেই আপনি ১২/১৩ নম্বর রাখতে পারবেন এখান থেকে।
  • উপস্থিত জ্ঞানভিত্তিক কিছু প্রশ্ন থাকে যা কমনসেন্স কাজে লাগিয়ে উত্তর করতে হবে।
  • বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানসিক দক্ষতার অংশের জন্য কম প্রস্তুতি গ্রহণ ও অনুশীলন করার ফলে অধিকাংশ পরীক্ষার্থী এ বিষয়ে খারাপ করে। নিয়মিত অনুশীলন করলে এ বিষয়ে ভালো নম্বর তোলা যায়।
  • বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মানসিক দক্ষতা অংশে একজন প্রার্থীর যুক্তিবোধ, মানসিকতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা যাচাই করা হয়। বিসিএস মানসিক দক্ষতার প্রশ্নগুলো দেখা যায় একটু ব্যতিক্রম ও বিভ্রান্তিমূলক হয়। তাই এই অংশে ভাল করতে চাইলে বিসিএস মানসিক দক্ষতা সিলেবাসটি পুরোটাই আপনাকে পরিকল্পিত ভাবে শেষ করতে হবে। 

ট্যাগঃ মানসিক দক্ষতা mcq, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা pdf, মানসিক দক্ষতা যাচাই, মানসিক দক্ষতা মডেল টেস্ট, মানসিক দক্ষতা mp3, ৪৪ তম বিসিএস মানসিক দক্ষতা সমাধান, বিসিএস গণিত প্রশ্ন, বিসিএস মানসিক দক্ষতা বই, মানসিক দক্ষতা মডেল টেস্ট, মানসিক দক্ষতা প্রশ্ন ও উত্তর pdf, মানসিক দক্ষতা যাচাই, মজার মানসিক দক্ষতা, বিসিএস মানসিক দক্ষতা প্রস্তুতি, মানসিক দক্ষতা সম্পর্ক, মানসিক দক্ষতা কি, মানসিক দক্ষতা বই pdf download

Related Articles

Back to top button
error: