সাম্প্রতিক খবর

মাশরাফি কার হবে?

চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ম্যাশকে পেতে শুরু হয়েছে লড়াই। তাকে পেতে ইতোমধ্যেই আবেদন করেছে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা। এ ছাড়া বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ককে দলে পেতে বেক্সিমকো ঢাকার আগ্রহের কথাও শোনা গেছে।

ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিটও হয়ে ওঠেননি মাশরাফি, কবে ফিটনেস ফিরে পাবেন কেউ জানে না। তবে চলতি টুর্নামেন্টের শেষদিকে তাকে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

বঙ্গবন্ধু কাপ শুরুর আগেই বিসিবি জানিয়েছিল, টুর্নামেন্ট চলার সময় মাশরাফিকে নিতে কোনো দল আগ্রহী হলে সেটা সম্ভব। তবে একাধিক দল আগ্রহী হলে সেক্ষেত্রে লটারি হবে।

খুলনার ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘মাশরাফী এমন একজন ক্রিকেটার যাকে সবাই নিতে চাইবে। তাকে নেওয়ার আগ্রহ দেখিয়ে আমরা মেইলও করেছি বোর্ডকে। তার ফিটনেসের ব্যাপারেও কিছু পলিসি মেইন্টেন করতে হবে।’

ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘জেমকন খুলনা তাকে পেতে আগ্রহ প্রকাশ করেছে। আমরাও তাকে দলে চাই। আমরা আশা রাখি তাকে পাব। হয়তো লটারির মাধ্যমে ঠিক করা হবে মাশরাফী কোন দলে যাবে।’

বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার জানিয়েছেন, মাশরাফি ১০ কেজি ওজন ঝরিয়েছেন। আরও ওজন কমানোর জন্য কাজ করছেন। যেভাবে অনুশীলন করছে এভাবে অবশ্যই সে ফিট হয়ে ফিরতে পারবে।

তবে মাশরাফি শেষ পর্যন্ত যে দলেই খেলুন, মাঠে নামার আগে তাঁকে পার হতে হবে ফিটনেস পরীক্ষা। বিষয়টি কাল আরও একবার মনে করিয়ে দিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ‘আগেই বলা হয়েছিল, মাশরাফির প্রতি একাধিক দল আগ্রহ দেখালে আমরা লটারি করব। তবে সবকিছু নির্ভর করছে তার ফিটনেসের ওপর। যারা ফিটনেসের বিষয়টি দেখছে, তারা নিশ্চিত করলেই লটারি হবে।’

Related Articles

Back to top button
error: