
Last updated on November 15th, 2023 at 10:28 pm
রান্নাঘরে পিঁপড়ার জ্বালায় টিকতে পারছেন না? রান্নাঘরে খাবার রাখলেই পিঁপড়া এসে ভরে যায় কি? এই অসুবিধায় আমরা প্রায় কমবেশি সবাই ভুগছি। অথচ এর সমাধান আছে আপনার রান্নাঘরেই। খুব বেশি কিছু করতে হবে না। মাত্র রান্নাঘরের দুটি উপাদানেই পেয়ে যাবেন এর স্থায়ী সমাধান।
আর এই উপাদান দুটি হলো আইসিং সুগার এবং বেকিং পাউডার। যারা বেকিং এর কাজে দক্ষ তাদের কাছে এই দুটি উপাদনই বেশ পরিচিত। আইসিং সুগার হলো মিহি চিনি গুঁড়া যা আমরা কেক তৈরিতে ব্যবহার করি। আর বেকিং সোডা বেকিং এর কাজে ব্যবহৃত হয়। এটা হল বাই-কার্বনেট জাতীয় উপাদান।
পিঁপড়া তাড়াতে এই বাই-কার্বনেট আর চিনির গুঁড়া মিশিয়ে পিঁপড়া ওঠার জায়গাগুলোতে ছিটিয়ে দিন। তারপরে দেখুন ম্যাজিক। রান্নাঘরে পিঁপড়ার দেখা আর পাবেন না। আর তা হবে স্থায়ীভাবেই।
পিঁপড়ে তাড়াতে এখন অনেকেই কীটনাশক ব্যবহার করেন। যাতে স্বাস্থ্য ঝুকিঁ বেড়ে যায় আর বাচ্চা থাকলে চিন্তাও বেড়ে যায়। এই ঘরোয়া উপাদান স্বাস্থ্য ঝুঁকি অনেক কমিয়ে দেয়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা