সাম্প্রতিক খবর

রোজার নিয়ত ও ইফতারের দোয়া ২০২৪ – বাংলা ও আরবি

ইফতারের নিয়ত, রোজার নিয়ত আরবি, সেহরি-ইফতারের দোয়া, রোজার নিয়ত বাংলা ও আরবি উচ্চারণসহ, রোজা ভাঙ্গার দোয়া, নফল রোজার নিয়ত, নফল রোজার নিয়ত বাংলায়, রমজান মাস ছাড়া রোজা রাখার নিয়ত, রোজা খোলার দোয়া, রোজা রাখার দোয়া আরবি বাংলা উচ্চারণ ও অর্থসহ ২০২৪।

পবিত্র রমজান মাসে রোজা পালন প্রাপ্ত বয়স্ক মুসলমান নারী-পুরুষের জন্য ফরজ। রোজা রাখার মাধ্যমে মানুষ তাকওয়া লাভ করে।

আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে; যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল; যাতে তোমরা তাকওয়া (আত্মশুদ্ধি) অর্জনে করতে পার।'(সূরা বাকারা : আয়াত ১৮৩)

রমজানের রোজা পালনের জন্য সেহরি করা অত্যাবশ্যক। আবার যথাসময়ে ইফতার গ্রহণেরওকথাও বলেছেন।

রোজা পালনে সেহরি ও ইফতারের যেমন গুরুত্বপুর্ন তেমনি রোজার নিয়ত ও ইফতারের দোয়া যথেষ্ট গুরুত্বপুর্ন।

রোজার নিয়ত ও ইফতারের দোয়া ২০২৪
রোজার নিয়ত ও ইফতারের দোয়া ২০২৪

রোজার নিয়ত

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

আরবি নিয়ত : নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

বাংলায় নিয়ত : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের দোয়া

ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দোয়া পড়ে ইফতার করা উচিত-

اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن

উচ্চারণ : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।

Related Articles

Back to top button
error: