স্বাস্থ্য ও রূপ চর্চা

শীতে সর্দি কাশি হলে কি খাওয়া উচিত – ঘরোয়া টোটকা


নাকের সর্দি কমানোর উপায়, সর্দি কাশি হলে কি ওষুধ খাওয়া উচিত, সর্দি হলে কি ওষুধ খাওয়া উচিত, সর্দি হলে কি খাওয়া উচিত, নাকের সর্দি দূর করার ঔষধ, সর্দি কাশির প্রতিকার, সর্দি কাশির লক্ষণ, সর্দির ট্যাবলেট এর নাম, নাকের সর্দি কমানোর উপায়, সর্দি কাশি হলে কি ওষুধ খাওয়া উচিত, সর্দি হলে কি খাওয়া উচিত, সর্দি হলে কি ওষুধ খাওয়া উচিত, খুসখুসে বিরক্তিকর কাশি দূর করার উপায়, নাকের সর্দি দূর করার ঔষধ, রাতে কাশি কমানোর উপায়, সর্দি কাশির লক্ষণ।

৭০০০+ মেয়েদের ইসলামিক নাম অর্থসহ, সুন্দর নাম, আধুনিক নাম, আনকমন নাম

শীতে সর্দি কাশি হলে কি খাওয়া উচিত – ঘরোয়া টোটকা

এই শীতে ঠাণ্ডা যদি লাগে তাহলে ঘরোয়া কিছু উপায় মানতে পারেন যা আপনাকে ঠাণ্ডা, হাঁচি, কাশি থেকে মুক্তি দেবে।

ঋতু বদলের এ সময়ে ঠাণ্ডা, হাঁচি, কাশি যেন সবারই লেগেই রয়েছে। অনেক সতর্ক থাকার পরও অনেকেই ঠিকই আক্রান্ত হচ্ছে। ঠাণ্ডা তাই যদি লেগেই যায় ঠাণ্ডা তাহলে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যাতে মুক্তি মিলবে ঠাণ্ডা, হাঁচি, কাশি থেকে।

গরম পানি সাথে মধু

এক গ্লাস পানি গরম করে তাতে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন ঠাণ্ডাকে বিদায় জানাতে। এ পানীয় পানে কমবে সর্দি-কাশির প্রকোপ। এমনকি বুকে জমে থাকা কফ থেকেও মুক্তি মিলবে। তাই এ সমস্যায় পড়লে গরম পানি আর মধু খেতে ভুলবেন না।

চায়ের সাথে লেবু

এক কাপ চায়ে কয়েক ফোঁটা পাতিলেবুর রস এবং এক চামচ মধু মিশিয়ে পান করুন। ব্যস, তাহলেই সর্দি-কাশি নিপাত যাবে। কারণ মধুর পাশাপাশি চা এবং লেবুরও অ্যান্টি-অক্সিডেন্ট এসব সমস্যা কমাতে বেশ কার্যকর ভূমিকা রাখে।

মধু আর আদার মিশ্রণ

একটা ছোট আদা কুচি কুচি করে কেটে নিন।

তারপর সেই টুকরোগুলো এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে চুষে চুষে খান। কিংবা এই মিশ্রণ পানি দিয়ে গিলে খেয়ে নিতে পারেন। তাতেই কমবে কাশির প্রকোপ।

মধু আর তুলসী

সকালবেলায় কয়েকটি টাটকা তুলসী পাতা এক চামচ মধুতে মিশিয়ে টুক করে গিলে নিতে পারেন। কিংবা তুলসী পাতার রস করে তাতে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন।

ফলে সর্দি, কাশির মতো সমস্যা আর পিছু নিতে পারবে না।

রোজ সকালে এক চামচ মধু

হাতের কাছে অন্য কোনো ভেষজ না থাকলে শুধু মধুই খেতে পারেন। সে ক্ষেত্রে রোজ সকালে উঠে এক চামচ মধু চট করে খেয়ে নিন। ব্যস, তাতেই কমবে সর্দি-কাশির প্রকোপ। এমনকি ইমিউনিটিও চাঙ্গা থাকবে। ফলে অদূর ভবিষ্যতে একাধিক সংক্রামক রোগব্যাধির ফাঁদে পড়তে হবে না।

৩ মাসের শিশুর কাশি হলে করণীয়, ৬ মাসের শিশুর কাশি হলে করণীয়, ১ মাসের শিশুর কাশি হলে করণীয়, সর্দি কাশি হলে কি ওষুধ খাওয়া উচিত, নবজাতক শিশুর সর্দি কাশি হলে করণীয়, ৪ মাসের শিশুর কাশি হলে করণীয়, 2 মাসের শিশুর কাশি হলে করণীয়, নবজাতকের কাশির ঔষধ, জ্বর সর্দি কাশি মেডিসিন নাম, সর্দি হলে কি খাওয়া উচিত, অতিরিক্ত কাশি হলে কি ওষুধ খাব, সর্দি কাশির ট্যাবলেট এর নাম, সর্দির ট্যাবলেট এর নাম, নাকের সর্দি দূর করার ঔষধ, কাশি হলে কি ঔষধ খাব, সর্দি কাশি হলে কি খাওয়া উচিত না।

Related Articles

Back to top button
error: