জনপ্রশাসন মন্ত্রণালয় তথ্য মতে সাধারণ ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১০ ও ১১ তারিখ সাপ্তাহিক ছুটি হওয়ায় মানুষ কর্মক্ষেত্রে ফিরবে ১২ এপ্রিল থেকে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে আমরা ছুটি দিয়েছিলাম, হয়তো আমাদের আরো কয়েকদিন বাড়াতে হতে পারে। কারণ অনেকে গ্রামে চলে গেছেন সেখানে কোনো রকম যেন এ রোগের প্রার্দুভাব দেখা না দেয় সে সময়টা হিসেব করে- আমরা ১০/১২ দিনের ছুটি দিয়েছিলাম। এটা ১৪ দিন করতে হবে। ২৬ মার্চ থেকে ছুটি ছিলো ৪ এপ্রিল পর্যন্ত। এটা ৯ এপ্রিল পর্যন্ত হতে পারে। ছুটিটা সীমিত আকারে বাড়াতে হবে। পাশাপাশি সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে হবে।’ প্রধানমন্ত্রী এ সময় সকলকে ঘরে অবস্থানের পরামর্শ দেন।
ফলে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটি আরও ৫ দিন বাড়ল।
বাংলাদেশের শীর্ষ হাসপাতাল
ঢাকা, বাংলাদেশের সেরা ত্বক বিশেষজ্ঞের তালিকা
ঢাকা, বাংলাদেশের সেরা ডেন্টিস্ট