চাকরি প্রস্তুতি

সাধারণ জ্ঞান মডেল টেস্ট 2024 – বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

সাধারণ জ্ঞান মডেল টেস্ট pdf, ফ্রি মডেল টেস্ট, সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট, সাধারণ জ্ঞান মডেল টেস্ট বই, মডেল টেস্ট ২০২৪, আন্তর্জাতিক মডেল টেস্ট, এসএসসি মডেল টেস্ট ২০২৩ প্রশ্ন, হালদা মডেল টেস্ট ।

বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আর বেশি দিন বাকি নেই। যেহেতু প্রিলিমিনারিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে অবশ্যই খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য এখানে সাধারণ জ্ঞানের মডেল টেস্টের আয়োজন করা হয়েছে। এখানে বাংলাদেশ বিষয়াবলিআন্তর্জাতিক বিষয়াবলি 2024 বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হয়েছে।

১. ভূরাজনীতি বিষয়ক “Pivots” বলতে কোন অঞ্চলকে বোঝায়?

ক. উত্তর আমেরিকা খ. পশ্চিম ইউরোপ গ. ইউরেশিয়া ঘ. দক্ষিণ-পূর্ব এশিয়া

২. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর “পেন্টাগন” কোথায় অবস্থিত?

ক. নিউইয়র্ক খ. ফ্লোরিডা গ. শিকাগো ঘ. ভার্জিনিয়া

৩. “ইলন মাস্ক’ কিসের জন্য বিখ্যাত-

ক. ব্যাংক খ. প্রযুক্তি প্রতিষ্ঠান গ. ইলেকট্রনিক গাড়ি ঘ. অভিনয়

৪. তিন বছর বয়সী সিরিয়ান বালক আইলান কুর্দির মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছিল?

ক. লোহিত সাগরে খ. বঙ্গোপসাগরে গ. ভূমধ্যসাগরে ঘ. আরব সাগরে

৫. স্পেনের কোন অঞ্চল স্বাধীনতার জন্য বর্তমানে আন্দোলন করছে?

ক. তারাগোনা খ. সেভিল গ. কাতালোনিয়া ঘ. জিরোনা

৬. ‘অ্যাজেন্ডা ২১” কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে?

ক. জাতিসংঘ খ. এডিবি গ. বিশ্বব্যাংক ঘ. ডব্লিউটিও

৭. প্রিস্টিলা কোন দেশের রাজধানী?

ক. ক্রোয়েশিয়া খ. কসোভো গ. জর্জিয়া ঘ. তুরস্ক

৮. যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অস্ত্র ‘কেনাবেচা’বিষয়ক চুক্তির নাম কী?

ক. জিসোমিয়া খ. আকসা গ. অ্যাকর্ড খ. অ্যালায়েন্স

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির বোর্ড বই থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর

সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা পশ্ন ও উত্তর

সাধারন জ্ঞান থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর

৯. ‘টু প্লাস টু’ বৈঠকের প্রবক্তা কোন দেশ?

ক. রাশিয়া খ. জাপান গ. ভারত ঘ. ইংল্যান্ড

১০. ‘আলি বাবা’ কোন দেশের ব্যবসাপ্রতিষ্ঠান?

ক. চীন খ. যুক্তরাষ্ট্র গ. ভারত ঘ. যুক্তরাজ্য

১১. মানচিত্র ছোট-বড় করার যন্ত্রকে বলা হয়-

ক. ন্যানো গ্রাফ খ. সিসমোগ্রাফ গ. প্যান্টোগ্রাফ ঘ. কার্ডিওগ্রাফ

১২. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোনের বিপুল উপস্থিতি রয়েছে?

ক. ট্রপোমণ্ডল খ. স্টাটোমণ্ডল গ. মেসোমণ্ডল ঘ. তাপমণ্ডল

১৩. পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়?

ক. নিম্নক্ষয় খ. পার্শ্বক্ষয় গ. তীরভাঙন ঘ. নদীর মোহনার ক্ষয়

১৪. কত সালে CFC বায়ুমণ্ডলের ওজোনস্তর ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত হয়?

ক. ১৯৭৩ খ. ১৯৬৩ গ. ১৯৮২ ঘ. ১৯৭৭

১৫. অমাবস্যা ও পূর্ণিমায় কোন ধরনের বন্যা ভয়াবহ রূপ ধারণ করে?

ক. জোয়ার-ভাটাজনিত বন্যা খ. মৌসুমি বন্যা গ. আকস্মিক বন্যা ঘ. প্রবল বর্ষণজনিত বন্যা

১৬. অ্যাসিড বৃষ্টি হয় বাতাসে-

ক. কার্বন ডাই-অক্সাইডের আধিক্যে

খ. সালফার ডাই-অক্সাইডের আধিক্যে

গ. নাইট্রাস অক্সাইডের আধিক্যে

ঘ. ক ও খ উভয়ই

১৭. ধলেশ্বরী নদীর শাখানদী কোনটি?

ক. শীতলক্ষ্যা খ. বুড়িগঙ্গা গ. ধরলা ঘ. বংশী

১৮. বাংলাদেশে কোন ধরনের ভূমিকম্প কখনোই হবে না?

ক. মারাত্মক ভূমিকম্প খ. অগ্নুত্পাতজনিত ভূমিকম্প গ. কেন্দ্রের ভূমিকম্প ঘ উপকেন্দ্রের ভূমিকম্প

১৯. ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় কী অনুসারে?

ক. গতিবেগ অনুসারে খ. বায়প্রবাহের তারতম্য গ. দিক অনুসারে ঘ. স্থান অনুসারে

২০. বাংলাদেশের দুর্যোগমুক্ত জেলা কতটি?

ক. ৬টি খ. ৭টি গ. ১৩টি ঘ. ১৬টি

২১. হিমোগ্লোবিন কী জাতীয় পদার্থ?

ক. আমিষ খ. স্নেহ গ. আয়োডিন ঘ. লৌহ

২২. পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কতগুণ বেশি?

ক. প্রায় আড়াই গুণ খ. প্রায় সাড়ে তিন গুণ গ. প্রায় সাড়ে চার গুণ খ. কোনোটিই নয়

২৩. রক্তশূন্যতার অপর নাম কী?

ক. লিউকেমিয়া খ. সিরোসি গ. অ্যানিমিয়া ঘ. জন্ডিস

২৪. বিশ্ব ডায়াবেটিস দিবস কোনটি?

ক. ১৪ সেপ্টেম্বর খ. ১৪ অক্টোবর গ. ১৪ নভেম্বর ঘ. ১৪ ডিসেম্বর

২৫. গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ কোনটি?

ক. চীন খ. যুক্তরাষ্ট্র গ. ভারত ঘ. রাশিয়া

২৬. চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের-

ক. দশ ভাগের এক ভাগ খ. ছয় ভাগের এক ভাগ গ. তিন ভাগের এক ভাগ ঘ. চার ভাগের এক ভাগ

২৭. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উত্পাদন বৃদ্ধি পায়-

ক. ফসফরাস খ. নাইট্রোজেন গ. পটাশিয়াম ঘ. অক্সিজেন

২৮. ইউরিয়া সারে কতভাগ নাইট্রোজেন থাকে?

ক. ৪০% খ. ৪৬% গ. ৫০% ঘ. ৫৫%

২৯. ‘করোনাভাইরাসের’ অন্য নাম-

ক. ২০১৯- NCOV খ. ২০১৯-NCOB গ. ২০১৯-MCOV ঘ. ২০১৯-NEOV

৩০. পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কী?

ক. Allium cepa খ. Oryza sativa গ. Allium Sativum ঘ. Capsicum Frutescens

৩১. তরলে পৃষ্টটান পরিমাপের যন্ত্র-

ক. ট্যাকোমিটার খ. গ্রাভিমিটার গ. গুহমমিটার ঘ. টেনমিও মিটার

৩২. ধানের বাদামি রোগ হয়-

ক. ছত্রাক দ্বারা খ. ভাইরাস দ্বারা গ. ব্যাকটেরিয়া দ্বারা ঘ. কোনোটিই নয়

৩৩. প্রাণীদেহে দীর্ঘ কোষ কোনটি?

ক. RBC খ. নিউরন গ. গবলেট ঘ. WBC

৩৪. উদ্ভিদের পরাগমন ঘটাতে সাহায্য করে-

ক. রানি মৌমাছি খ. কর্মী মৌমাছি গ. রাজা মৌমাছি ঘ. রাজা ও রানি মৌমাছি

৩৫. Cosmic Ray-কে বাংলায় বলা হয়-

ক. রঞ্জন রশ্মি খ. তেজস্ক্রিয় রশ্মি গ. ক্যাথোড রশ্মি ঘ. মহাজাগতিক রশ্মি

৩৬. কোনটি ইনপুট ডিভাইস নয়?

ক. প্রিন্টার খ. কি-বোর্ড গ. স্ক্যানার ঘ. মাউস

৩৭. টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে?

ক. মার্টিন কুপার খ. স্টিভ জবস গ. বিল গেটস ঘ. স্যামুয়েল হার্স্ট

৩৮. কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যাপদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে-

ক. অকটাল খ. বাইনারি গ. দশমিক ঘ. হেক্সা ডেসিমেল

৩৯. কোনো ই-মেইলে bcc-এর অর্থ কী?

ক. Blind carbon Copy

খ. Black carbon copy

গ. Bold carbon Copy

ঘ. Bright carbon copy

৪০. স্মার্টফোন যাত্রা শুরু করে কোন কোম্পানির মাধ্যমে?

ক. আইবিএম খ. গুগল গ. মাইক্রোসফট ঘ. এপসন

৪১. ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি?

ক. Pop3 খ. Pop9 গ. HTML ঘ. SMTO

বিসিএস
বিসিএস

৪২. রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির মুখ্য কারণ কী?

ক. মূল্যবোধের অভাব খ. গণতান্ত্রিক কারণ

গ. সাংস্কৃতিক কারণ ঘ. অবনমিত রাজনৈতিক সংস্কৃতি

৪৩. রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক-এ উক্তিটি কার?

ক. স্পেন্সার খ. জাস্টিন ট্রুডো

গ. মিশেল ক্যামডেসাস ঘ. থমাস জেফারসন

৪৩. সুশাসনের পথে অন্তরায়-

ক. আইনের শাসন খ. জবাবদিহি

গ. স্বজনপ্রীতি ঘ. সরলতা

৪৫. নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?

ক. আইন খ. প্রতীক

গ. ভাষা ঘ. মূল্যবোধ

৪৬. UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?

ক. ৬টি খ. ৭টি গ. ৮টি ঘ. ৯টি

৪৭. ‘Power: A new social Analysis’ গ্রন্থটি কার লেখা?

ক. লক খ. হবস গ. রাসেল ঘ. ম্যাকিয়াভেলি

৪৮. ‘Objective knowledge’ কী?

ক. ব্যক্তির জ্ঞান খ. প্রাকৃতিক জ্ঞান গ. ব্যক্তিনিরপেক্ষ জ্ঞান ঘ. কোনোটিই নয়।

৪৯. নিচের কোন দেশটিতে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে?

ক. সোলিয়া খ. সুইডেন গ. পাকিস্তান ঘ. সিরিয়া

৫০. কত ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে ওঠে?

ক. তিন ধরনের খ. চার ধরনের গ. পাঁচ ধরনের ঘ. ছয় ধরনের

মডেল টেস্ট প্রশ্ন উত্তর

১. গ, ২. ঘ, ৩. গ, ৪. গ, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. খ, ৯. খ, ১০. ক, ১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. ক, ১৫. ক, ১৬. খ, ১৭. খ, ১৮. খ, ১৯. ঘ, ২০. ক, ২১. ক, ২২. গ, ২৩. গ, ২৪. গ, ২৫. ক, ২৬. খ, ২৭. খ, ২৮. খ, ২৯. ক, ৩০. ক, ৩১. ঘ, ৩২. ক, ৩৩. খ, ৩৪. খ, ৩৫. ঘ, ৩৬. ক, ৩৭. ঘ, ৩৮. খ, ৩৯. ক, ৪০. ক, ৪১. ক, ৪২. ঘ, ৪৩. গ, ৪৪. গ, ৪৫. ক, ৪৬. ক, ৪৭. গ, ৪৮. ক, ৪৯. খ, ৫০. ক,

চাকরির সাধারণ জ্ঞান ২০২২, চাকরির সাধারণ জ্ঞান বই, আজকের সাধারণ জ্ঞান, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, সরকারি চাকরির জন্য সাধারণ জ্ঞান, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ আন্তর্জাতিক, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ pdf, চাকরির প্রস্তুতি সাধারণ জ্ঞান, চাকরির সাধারণ জ্ঞান, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ, মজার সাধারণ জ্ঞান প্রশ্ন, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২, সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, ছোটদের সাধারণ জ্ঞান, বিশ্ব সম্পর্কে সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান, বিসিএস মডেল টেস্ট বই, ৪৫ তম বিসিএস মডেল টেস্ট, বিসিএস মডেল টেস্ট বই pdf, বিসিএস অনলাইন মডেল টেস্ট, চাকরির প্রস্তুতি মডেল টেস্ট, মডেল টেস্ট প্রশ্ন, বিসিএস লিখিত মডেল টেস্ট, বাংলা মডেল টেস্ট, চাকরির সাধারণ জ্ঞান, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ, মজার সাধারণ জ্ঞান প্রশ্ন, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২, সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, ছোটদের সাধারণ জ্ঞান, বিশ্ব সম্পর্কে সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান, বিসিএস মডেল টেস্ট বই, ৪৫ তম বিসিএস মডেল টেস্ট, বিসিএস মডেল টেস্ট বই pdf, বিসিএস অনলাইন মডেল টেস্ট, চাকরির প্রস্তুতি মডেল টেস্ট, মডেল টেস্ট প্রশ্ন, বিসিএস লিখিত মডেল টেস্ট, বাংলা মডেল টেস্ট

Related Articles

Back to top button
error: