সাম্প্রতিক খবর

১০৬ বছর বয়সেও যিনি ‘তরুণ’

বয়স আটকে রাখার জন্য কত চেষ্টাই না করেছে মানুষ। অস্ট্রেলিয়ার নারী ইলিন ক্রামারের কাছে বয়স যেন কিছুই নয়। শত বছর পূরণ করেছেন ছয় বছর আগে। তবু আজও ‘তরুণ’ তিনি। প্রতিদিন একটা করে গল্প লেখেন, বইও প্রকাশ করছেন এছাড়া তিনি চিত্রশিল্পী হিসেবে অংশ নিচ্ছেন অস্ট্রেলিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায়। তিনি নিয়মিত নিজের নাচের ভিডিও রেকর্ডও করছেন। জীবনটাকে পুরোপুরি উপভোগ করছেন ইলিন ক্রামার।

বিবিসি জানায়, অস্ট্রেলিয়ার সিডনিতে একটি বৃদ্ধাশ্রমে বসবাসরত ইলিন ক্রামারের বয়স এখন ১০৬ বছর। এর আগে দেশের বাইরে থেকে ৯৯ বছর বয়সে সিডনিতে আসেন ইলিন। তখন থেকে তিনি শিল্পীদের সঙ্গে মিলে ভিডিও বানাতে শুরু করেন। নাচ ঘিরেই সেসব ভিডিও বানান তিনি। ১০০ বছর পার হলেও নেচে চলেছেন ইলিন। সম্প্রতি কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন তিনি।

ইলিন বলেন, ‘সিডনিতে ফিরে এসে আমি বেশ ব্যস্ত হয়ে পড়ি। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ড্রামাটিক আর্টসহ আরও কিছু থিয়েটার হলে বড় তিনটি নাচের পরিবেশনা করি। নাচের দুটি বড় উৎসবেও অংশ নেই। যার একটি হয়েছে অ্যাডেলিডে, অন্যটি ব্রিসবেনে। একটি সিনেমায় কাজ করেছি ও তিনটি বই লিখেছি।’

এই বয়সেও এত কিছু নিয়ে কিভাবে ব্যস্ত থাকেন ও প্রাণশক্তি কিভাবে পান তা জানতে ইলিনকে একটি সাধারণ প্রশ্নের মুখোমুখি হতে হয় নিয়মিত। আগ্রহী অনেকে আরেকটু বাড়িয়ে জিজ্ঞেস করেন, ‘এই বয়সেও নেচে চলেছেন, রহস্যটা কী?’

প্রশ্ন যা–ই হোক না কেন, ইলিনের জবাব কিন্তু একটাই। আর তা হলো, তিনি ‘বয়স’ ও ‘প্রৌঢ়ত্ব’ শব্দ দুটি মুছে ফেলেছেন তার কাছ থেকে। তিনি বলেন, ‘আমার উত্তর হলো, আমি বৃদ্ধ হয়ে যাইনি। আমি এই পৃথিবীতে অনেক দিন ধরে আছি এবং এই চলার পথে কিছু জিনিস শিখেছি। প্রৌঢ়ত্বে মানুষ যেমনটা অনুভব করেন, আমি তেমনটা অনুভব করি না। শিশু বয়সে যেমন ছিলাম, আমি এখনো তেমনই রয়ে গেছি।’

Related Articles

Back to top button
error: