স্বাস্থ্য ও রূপ চর্চা

ত্বকের কালো দাগ দূর করতে ঘরোয়া টিপস!

কালো বা ফর্সা নয় বরং সজীব ও মসৃন ত্বকই আসল সৌন্দর্য। মুখে কালো দাগ আমাদের অতি সুন্দর চেহারায় মলিনতা এনে দেয়। যে কোন বয়সের নারীই চান দাগহীন মসৃণ ও কোমল ত্বক।চেহারার সুন্দর অংশটুকুও ঢেকে ফেলে মুখের কালো দাগ। তাই মুখে কালো দাগ দেখা দিলে চিন্তা না করে যত্ন নিন। এই দাগ দূর করতে কিছু সহজ টিপস এখানে শেয়ার করা হয়েছে-

-এলোভেরা মুখের উজ্জ্বলতা বৃদ্ধির সাথে সাথে মুখের কালো দাগ ও দূর করে। তাই মুখে সপ্তাহে অন্তত একবার এলোভেরা লাগান।

-লেবুর রস ও মধুর মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিটের জন্য । শুকিয়ে গেলে মুখ পানি দিয়ে ধুয়ে নিন।

-বাহির থেকে এসে ভাল ফেইসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। মুখে মেকআপ ব্যাবহার করলে তা ভালো ভাবে তুলে ফেলুন। তবে মুখে সাবান ব্যবহার না করলেই ভাল।

-চন্দনের প্যাক মুখের কালো দাগ ও বয়সের ছাপ দূর করতে খুব কার্যকর। চন্দন গুড়ার সাথে হলুদ আর দুধ মিশিয়ে মুখে লাগান নিয়মিত।

-গোলাপ জল মুখ ধোয়ার সময় ব্যবহার করুন। সম্ভব হলে প্রতিদিন মুখ পরিষ্কার করবার পর এই পানি ব্যবহার করুন।

-পাকা পেঁপে কালো দাগ দূর করতে বেশ ভাল সাহায্য করে। পাকা পেঁপের পেস্ট মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট।

-দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে কালো দাগের উপর লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে মুখ পানি দিয়ে ধুয়ে নিন।

– মুখের কালো দাগ দূর করতে আলুর রস খুব কার্যকরি। আলুর রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগান।

-কমলার খোসা বেটে মুখে লাগালে আপনার ব্রণের আরাম হবে, আবার ত্বকও ফ্রেস এবং উজ্জ্বল হবে।

-শসা পাতলা করে কেটে মুখে ও চোখে লাগিয়ে বিশ মিনিটের জন্য অপেক্ষা করুন। শুকিয়ে গেলে মুখ পানি দিয়ে ধুয়ে নিন।

Related Articles

Back to top button
error: