স্বাস্থ্য ও রূপ চর্চা

মূত্রথলিতে ও কিডনিতে পাথর হলে যে লক্ষণ দেখা যায়

কিডনিতে পাথরজনিত সমস্যায় ভুগলে বেশ কিছু উপসর্গ দেখা যায়।

কিডনিতে যখন পাথর হয় তখন সাধারণত ব্যথাটা কোথায় হয়?

ব্যথা হয় তলপেটের দিকে। আমাদের তলপেটের দুপাশে দুটো কিডনি থাকে। যে পাশের কিডনিতে পাথর থাকে ব্যথা সে পাশে হয়। কিডনিতে যদি পাথর হয় তাহলে ব্যথা একই জায়গায় থাকে।

কিডনিতে পাথর কোথায় কোথায় হয়?

পাথর হতে পারে কিডনিতে, কিডনির নালীতে, মূত্রথলিতে আর মূত্রনালীতে।

কিডনি ও মূত্রথলিতে পাথর হলে যে লক্ষণ দেখা যায়

পাথর কিডনির নালীতে থাকলে তীব্র ব্যথা হয়। এমন ব্যাথা হলে রোগী সাধারণত সরাসরি হাসপাতালে। আর কিডনিতে হলে কম ব্যথা হয় এবংসাথে আরও কিছু উপসর্গ থাকে। যেমন বারবার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হতে পারে এবং অ্যান্টিবায়োটিক খেলেও ইনফেকশন ভালো হয় না। এ ছাড়া প্রস্রাবের সঙ্গে রক্ত যায়, পুঁজ যায় এবং প্রস্রাবের সঙ্গে পাথরও বের হয়। ছোট আকারের পাথর, প্রস্রাবের নালী দিয়ে আসতে পারে।

Related Articles

Back to top button
error: