
Last updated on March 18th, 2025 at 11:18 pm
প্রেমের কবিতা, জীবনমুখী কবিতা, বিখ্যাত কবিতা, সেরা কবিতা, ভালো বাংলা কবিতা, কষ্টের কবিতা, ১৮+ বাংলা কবিতা, বিরহের কবিতা
তোমার আমার দিনগুলি
লেখকঃ সুরাইয়া ইয়াসমিন
মনের ভিতর কি এক আকুতি
কি যেন এক অজানা মুহরতের অপেক্ষা।
তোমাকে কতদিন ছুঁয়ে দেখি না,
ভালবাসি না শুধু নিজের মত করে।
দেয়ালের ওপারে কি আছে জানি না তবে আমি যে শূন্য,
বসন্ত বাতাস আর পাতার মুড়মুড়ে আওয়াজ
শুধু জানবার ইচ্ছে তুমি আমার হয়েছিল তো?
আমি স্বপ্ন আঁকি ঝাপসা কাঁচে
দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়েছিল আমাদের হাসি,
তোমার আমার পায়ের ছাপে মুখরিত পথে
গুন গুনিয়ে গান আর দুজনের মিষ্টি হাতের ছোঁয়া।
সৃতি গুলো আজ মধুর, জানি না তুমি ভাবছ আমার মতই নাকি।
তবে কথা দিলাম, পথের সীমানা পেরিয়ে বহুদুর যাবো তোমার হাতটি ধরে।
দূরত্ব যাই হোক আমি আছি কিন্তু তোমার পাশেই বসে,
আমাদের অভিমান, খুনসুটি, হাসি আর কান্না সবই চলছে ।
তুমি অনুভব করছ তো আমার মত করে??
প্রেমের কবিতা, জীবনমুখী কবিতা, বিখ্যাত কবিতা, সেরা কবিতা, ভালো বাংলা কবিতা, কষ্টের কবিতা, ১৮+ বাংলা কবিতা, বিরহের কবিতা
সুন্দর ত্বক পেতে যা করবেন! উজ্জ্বল ত্বকের ১০টি জাদুকরী প্রাকৃতিক উপাদান
ওজন কমাতে আদার শরবত (এক সপ্তাহেই ওজন কমিয়ে ফেলুন)
ওজন কমাতে কৌশলগত হউন! যা ডায়েটের তুলনায় সহজ!
মুখের ব্রন ও বড় ছিদ্র থেকে বাসায় বসে পরিত্রাণ পান
৬ থেকে ১২ মাস বয়সী শিশুর খাবারের ক্ষেত্রে যা অবশ্যই মনে রাখবেন