ডিসকাউন্ট ও অফার

সিম্ফনি মেগা ধামাকা অফার, কিনলেই নিশ্চিত পুরষ্কার!

Last updated on September 16th, 2024 at 03:53 pm

সিম্ফনির (Symphony) নির্দিষ্ট হ্যান্ডসেট কিনে এখন আপনি জিতে নিতে পারেন বিদেশ ভ্রমণ, মোটরবাইক অথবা ৫০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক! অফারে অন্তর্ভুক্ত হ্যান্ডসেটসমূহঃ জেড ১০, পি১১, আই ৭৫, আই ৬০, আই ১০ প্লাস, আই ১০০, আই ৯০, ভি ৭৮, ভি ৭৫ এম ২ জিবি, ভি ১৪০, ভি ১৩৫

ঘুরে আসুন সিঙ্গাপুর, বালি, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল অথবা কোলকাতা! প্রতিদিন থাকছে এই রিটার্ন এয়ার টিকেট জিতে নেয়ার সুযোগ! প্রতি সপ্তাহে একজন ভাগ্যবান ক্রেতার জন্য থাকছে হিরো হাঙ্ক মোটরবাইক! এছাড়াও আছে প্রতিদিন সর্বোচ্চ ৫০০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ! সাথে আরও আছে Z10, P11 এবং i75 এর সাথে যথাক্রমে ১৫০০, ১০০০ এবং ৫০০ টাকার নিশ্চিত ক্যাশব্যাক! এছাড়াও নির্দিষ্ট হ্যান্ডসেটের সাথে পাচ্ছেন গ্রামীনফোন, রবি এবং বাংলালিংক এর আকর্ষণীয় বান্ডেল অফার!

ঢাকা বাংলাদেশের সেরা ১৫ গাইনী বিশেষজ্ঞ ডাক্তার

Z10, P11 এবং i75 এর জন্য নিশ্চিত ক্যাশব্যাক ছাড়াও অন্য অফারগুলো প্রযোজ্য থাকবে।

এই অফারটি চলবে ৩০ নভেম্বর/স্টক থাকা পর্যন্ত। 

অফারটি পেতে হলে রিটেইলার এর মাধ্যমে নিম্নরূপে এসএমএস করতে হবে— এফবি<স্পেস> ১৫ ডিজিটের আইএমইআই নম্বর <স্পেস> কাস্টমারের মোবাইল নম্বর পাঠাতে হবে ২৫৯৫৯ নম্বরে (শর্ত প্রযোজ্য।

Related Articles

Back to top button
error: