চাকরি প্রস্তুতি

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সিলেবাস এবং প্রস্তুতি গাইডলাইন – বিসিএস প্রিলিমিনারি

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয় মোট ২০০ মার্কের। ২০০ মার্কের মধ্যে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অংশে ১৫ মার্ক। প্রিলিমিনারি পাশ করতে হলে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অংশে ভালো মার্ক পেতে হবে। আজকে আমরা শেয়ার করবো কিভাবে সহজে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রস্তুতি নেয়া যায়।

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সিলেবাস এবং প্রস্তুতি গাইডলাইন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ের জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা

১) একাদশ শ্রেণির পাঠ্য বইয়ে বিসিএস এর সিলেবাসের সব টপিকই আছে।

২) অনুশীলনের জন্য আইসিটি ভিউ অথবা ইজি পাবলিকেশিন্স এর বই পড়া যেতে পারে।

বিসিএস সিলেবাস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি – মোট নম্বর ১৫

কম্পিউটার (১০ নম্বর)

  • কম্পিউটার পেরিফেরালস- কীবোর্ড, মাউস, ও সিআর ইত্যাদি
  • কম্পিউটারের অঙ্গ সংগঠন- সিপিইউ, হার্ডডিস্ক, এএলইউ ইত্যাদি
  • কম্পিউটারের পারফরমেন্স
  • দৈনন্দিন জীবনে কম্পিউটার- কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি
  • কম্পিউটারের নম্বর ব্যবস্থা
  • অপারেটিং সিস্টেম
  • এমবেডেড কম্পিউটার
  • কম্পিউটারের ইতিহাস
  • কম্পিউটারের প্রকারভেদ
  • কম্পিউটার প্রোগ্রাম- ভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি
  • ডেটাবেস সিস্টেম।

তথ্যপ্রযুক্তি (৫ নম্বর)

  • ই-কমার্স
  • সেলুলার ডাটা নেটওয়ার্ক- টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইম্যাক্স ইত্যাদি
  • কম্পিউটার নেটওয়ার্ক- ল্যান, ম্যান, ওয়াইফাই, ওয়াইম্যাক্স ইত্যাদি
  • দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি
  • স্মার্টফোন
  • ওয়ার্ল্ডওয়াইড ওয়েব (www)
  • ইন্টারনেট
  • নিত্যপ্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি- ইমেইল, ফ্যাক্স ইত্যাদি
  • ক্লাইন্ট সার্ভার ম্যানেজমেন্ট
  • মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য সমূহ
  • তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ- গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি
  • ক্লাউড কম্পিউটিং
  • সোশ্যাল নেটওয়ার্কিং- ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি
  • সাইবার অপরাধ।

বিসিএস প্রিলিমিনারি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রস্তুতি

  • আর কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অংশটি বিসিএস এ নতুন হলেও ব্যাংক পরীক্ষার জন্য নতুন না। ব্যাংক গাইড গুলো দেখলে বুঝা যাবে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। ব্যাংক গাইড থেকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত প্রশ্ন পরলে মোটামুটি কমন পেতে পারেন।
  • এই ভাগের প্রশ্নগুলো বিগত বছরগুলোতে দেখা গিয়েছে একটু কঠিন হয়। যারা ইন্টারমিডিয়েটে আইসিটি পড়েছেন তারা এখানে কিছুটা সুবিধা পান। নিচের এই টপিক থেকে প্রতি বছর কিছু না কিছু প্রশ্ন কমন আসে। তাই আইসিটি প্রিপারেশনের ক্ষেত্রে এই টপিকগুলোর উপর গুরুত্ব দিন-
    • কম্পিউটারের অঙ্গ সংগঠন
    • অপারেটিং সিস্টেম
    • কম্পিউটার প্রোগ্রাম, ভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি
    • ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম
    • সেলুলার ডেটা নেটওয়ার্ক
    • মোবাইল ডেটা নেটওয়ার্ক
    • ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট
    • ক্লাউড কম্পিউটিং 

আপনি যদি কৌশলী হয়ে বিসিএস প্রিলির জন্য প্রিপারেশন নিতে পারেন, তাহলে ২/৩ মাসের পরিশ্রমেই বিসিএস প্রিলিমিনারি পাশ করা সম্ভব। অবশ্যই এক্ষেত্রে আপনাকে আপনার সময়ের সর্বোচ্চ ভাগ পড়াশুনাতে বিনিয়োগ করতে হবে। কারণ সাফল্য পেতে গেলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। মনে রাখবেন, কেউ কাউকে সুযোগ করে দেয় না, সুযোগ নিজেকে তৈরি করে নিতে হয় যোগ্যতা ও পরিশ্রম দিয়ে। আপনি ১ ঘণ্টা বেশি পড়া মানে ১ ঘণ্টার পথ এগিয়ে গেলেন সাফল্যের পথে।

ট্যাগঃ বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি pdf, বিসিএস বিজ্ঞান প্রস্তুতি, বিসিএস বিজ্ঞান বই, বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্ন, বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বই, বিসিএস বিজ্ঞান সাজেশন, বিসিএস বিজ্ঞান প্রশ্ন pdf, বিসিএস সাধারণ বিজ্ঞান mcq pdf, Mp3 কম্পিউটার ও তথ্য প্রযুক্তি pdf, বেসিক কম্পিউটার ও তথ্য প্রযুক্তি pdf, বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বই, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্ন, কম্পিউটার হ্যান্ড নোট, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অনার্স ২য় বর্ষ, কম্পিউটার বিসিএস প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন pdf

Related Articles

Back to top button
error: