
Last updated on March 24th, 2025 at 05:33 am
উত্তর কোরিয়ার নেতা কিম জং ওন এবং দক্ষিণ কোরিয়ার নেতা মুন জি-ইন প্রথমবারের মতো ২৭ শে এপ্রিল, ২০১৮ তারিখে সাক্ষাৎ করেন । গত কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যকার এটিই প্রথম বৈঠক। কোরিয়ান এই নেতারা সাক্ষাত করেন কোরিয়াকে পৃথক করা লাইনের কাছে। এই সীমান্ত কোরিয়ার পানমুনজোম গ্রামকে অতিক্রম করেছে। তারা কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘ আলোচনা করেন।
কিম ও মুন একসঙ্গে হাত ধরে লাইনের দক্ষিণ অঞ্চলে হাসিমুখে প্রবেশ করেন। তারপর কিম হাসি মুখে মুনকে আমন্ত্রণ জানান উত্তর দিকে এবং একইভাবে তারা হাত ধরে উত্তরে প্রবেশ করেন। এই সভার পর তারা একটি বৃক্ষ রোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এর পর, তারা কোরিয়ান উপদ্বীপের একীকরণের জন্য ও পানমুনজোমের শান্তি ও সমৃদ্ধির জন্য চুক্তি স্বাক্ষর করেন। স্বাক্ষরিত চুক্তিটি কোরিয়া যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং পরমাণু নিরস্ত্রীকরণ কোরিয়ান উপদ্বীপ ঘোষণা দেয়। দুই নেতা যে বাড়িতে বসে এই ঐতিহাসিক চুক্তি সাক্ষর করেন, সেটির নাম দেয়া হয়েছে ‘পিস হাউস’ বা শান্তির বাড়ি। অবশেষে, তারা রাতের খাবার এক সঙ্গে খেয়ে এই শীর্ষ সম্মেলন শেষ করেন।
আরও পরুন-
সুন্দর ত্বক পেতে যা করবেন! উজ্জ্বল ত্বকের ১০টি জাদুকরী প্রাকৃতিক উপাদান
ওজন কমাতে আদার শরবত (এক সপ্তাহেই ওজন কমিয়ে ফেলুন)

দক্ষিণ কোরিয়া প্রধানমন্ত্রী, উত্তর কোরিয়া কোন মহাদেশে অবস্থিত, দক্ষিণ কোরিয়া বেতন কত, দক্ষিণ কোরিয়া কেমন দেশ, দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট, দক্ষিণ কোরিয়ার মোট আয়তন কত, দক্ষিণ কোরিয়া জনসংখ্যা কত, দক্ষিণ কোরিয়া কোন মহাদেশে অবস্থিত