
Last updated on March 24th, 2025 at 11:11 am
অপেক্ষায় তুমি
লেখকঃ সুরাইয়া ইয়াসমিন
বৃক্ষ বটতলে তোমার অপেক্ষায়,
চোখে চশমা, হাতে ঘড়ি,
মনে অপেক্ষার অনাবিল আনন্দ।
তুমি এলে আর গল্পে গল্পে কারনে অকারনে,
আমরা হেসে উঠলাম ক্ষণে ক্ষণে।
তোমার বাকা ঠোঁটের হাসি,
তোমার চোখের চাহনি,
আর তোমার লাজূক ভাবনায়,
জমতে থাকে আমার না বলা কথা গুলি।
চলো আজ এলোমেলো পথে পালিয়ে বেড়াই
স্তব্ধতার সাথে, দুজন দুজনার হাত ধরে,
আর ধরে রাখি সময়কে সময়ের সাথে।
প্রেমের কবিতা, জীবনমুখী কবিতা, সেরা কবিতা, বিখ্যাত কবিতা, ভালো বাংলা কবিতা, কষ্টের কবিতা, বিরহের কবিতা, ১৮+ বাংলা কবিতা, জীবনবোধের কবিতা, একাকী নির্জনে কবিতা, জীবনমুখী লেখা, দুর্দিনের কবিতা, বিরহের কবিতা, বিখ্যাত কবিতা, রূপক কবিতা, জীবন নিয়ে কবিতা, জনপ্রিয় বাংলা কবিতা, ভালো বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা শর্ট কবিতা, ভালো বাংলা রোমান্টিক কবিতা, ১৮+ বাংলা কবিতা, জীবন ভিত্তিক কবিতা, সেরা কবিতা, জীবনমুখী কবিতা
