সাম্প্রতিক খবর

ব্রাজিল ফুটবলের ইতিহাস গড়লেন নেইমার

Last updated on September 14th, 2024 at 10:19 am

নেইমার তার অনবদ্য খেলা দিয়ে নিজেকে প্রমান করলেন, পেলেন ম্যাচ সেরার পুরস্কার এবং গড়লেন ইতিহাস মেক্সিকোর সাথে।

বিরতির পর ৫১ মিনিটের মাথায় ৫ বার শিরোপা জেতা ব্রাজিলের পক্ষে গোল করে ইতিহাস সৃষ্টি করেন নেইমার। উইলিয়ানের পাঠানো বল জালে পাঠিয়ে ব্রাজিলের ২২৭তম গোল দিয়ে এই বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করেন তিনি। জার্মানি ২২৬ গোল নিয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক ছিল যা ভেঙে দিলেন ব্রাজিলিয়ান এই তারকা।

নেইমার ই সেরা! পারফরম্যান্স পরিসংখ্যানে এই বিশ্বকাপে সেরা তারকা এখন নেইমার।

গত ৬ বিশ্বকাপের শেষ ষোল থেকেই বাদ পড়ে আসা এই মেক্সিকো ব্রাজিলের বিপক্ষে কখনো জেতেনি বিশ্বকাপে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতাপুর্ন যেসব ম্যাচে নেইমার গোল করেছেন তার কোনোটিতেই এখনো ব্রাজিল হারেনি।

২-০ গোলে মেক্সিকোকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল এই দল। শুরু থেকে দেখে শুনেই আক্রমণাত্মক খেলছিলেন দুই দলই কিন্তু একের পর এক শট খেলে প্রতিপক্ষকে ক্লান্ত করে দুটি গোল আদায় করে নেন ব্রাজিল খেলোয়াড়রা যার একটি গোল করে নেইমার নিজেই ও অপরটি করতে সাহায্য করে ফিরমিনি কে।

এদিকে বেলজিয়াম ৩-২ গোলে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় দেখা হবে তাদের ব্রাজিলের সাথে।

ব্রাজিল

Related Articles

Back to top button
error: