
Last updated on September 21st, 2024 at 03:38 pm
ডিয়েগো ম্যারাডোনা আজ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে বেশ অনেক দিন তিনি অসুস্থ ছিলেন। কিছু দিন আগেই রক্তক্ষরণ জনিত কারণে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল বুয়েনস এইরেসের হাসপাতালে। তখন মাদকাসক্তি নিয়ে তীব্র সমস্যায় ভুগে ছিলেন ম্যারাডোনা। তাই হাসপাতালে থাকার পর ডাক্তাররা তাকে পূনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছিলেন। তাঁকে পুনর্বাসনের জন্য নেওয়া হয়েছিল তিগ্রে-র একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে।
তিগ্রে-তে নিজ বাসায় হার্ট অ্যাটাক করে কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর।
আজ স্থানীয় সময় বিকেলে হার্ট অ্যাটাকের শিকার হন। এই যন্ত্রনাময় অসুস্থতা থেকে তিনি আর বেঁচে ফিরতে পারেননি । ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একাই শিরোপা জেতানো কিংবদন্তি আজ চলে গেলেন না ফেরার দেশে।