বিনোদন

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে প্রসঙ্গ

অবশেষে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন তাদের বিয়ের তারিখ ঘোষনা করলেন। ইনস্টাগ্রামে তারা জানিয়েছেন যে ১৪ ও ১৫ নভেম্বর ২০১৮-তে তারা বিয়ে করছেন।

জানা গেছে যে ইতালির লেক কেমোতে এই তারকা জুটির বিয়ে হবে। সেখানে হোটেল বুকিং থেকে শুরু করে ওয়েডিং প্ল্যানারও বুক করা হয়ে গেছে।

ঢাকা বাংলাদেশের সেরা ১৫ গাইনী বিশেষজ্ঞ ডাক্তার

বিয়ের অতিথিদের নাম জানতে নির্ভর করতে হবে তাদের বন্ধুদের ওপর। জানা গেছে যে ৩০ জন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হবে যাদের মধ্যে থাকছেন শাহরুখ খান, অর্জুন কাপুর, করণ জোহর, এলটন জন ও ম্যাডোনার মত তারকারা।

তবে অতিথিরা সঙ্গে মুঠোফোন রাখতে পারবেন না যা আমন্ত্রণপত্রে উল্লেখও করা হয়েছে। তাদের বিয়ে হবে সিন্ধি ঐতিহ্য অনুসরণ করে।

‘রামলীলা’ ছবিটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন জুটির প্রথম ছবি যা মুক্তি পায় ১৫ নভেম্বর। আর তাই ধারণা করা হচ্ছে এই ছবি মুক্তির পাঁচ বছরপূর্তিতে বিয়ে করছেন তারা। এই জুটির একসাথে করা সিনেমাগুলো হচ্ছে ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’।

Related Articles

Leave a Reply

Back to top button
error: