ডিসকাউন্ট ও অফার

বাংলালিংক দিচ্ছে ফ্রি ইন্টারনেট ও টকটাইম

Last updated on September 26th, 2024 at 11:13 am

বাংলালিংক এর ফ্রি ইন্টারনেট ও টকটাইমের মেয়াদ হবে সাতদিন।

করোনাভাইরাস মহামারিতে জারি করা হয়েছে লকডাউন। লকডাউনের সময় নানান বিধি-নিষেধ এবং আর্থিক সমস্যার কারণে অনেকেই দীর্ঘদিন ধরে মোবাইল রিচার্জ করতে পারেননি। এমন সব গ্রাহকদের জন্য বিশেষ অফার দিচ্ছে বাংলালিংক। দেশের প্রায় ৫০ লাখ গ্রাহককে বিনামূল্যে মোবাইল ইন্টারনেট ডাটা ও ভয়েস কল করার সুযোগ দেবে এ প্রতিষ্ঠানটি।

জানা গেছে, যেসব গ্রাহক গত ১৫ এপ্রিলের পর থেকে বাংলালিংক সিম ব্যবহার করতে পারেননি তারা ১০ মিনিট ভয়েস কল এবং ১০০ মেগাবাইট ইন্টারনেট ফ্রি পাবেন।

ফ্রি এই পরিসেবা পেতে ডায়াল করতে হবে *৮৮৮# নম্বরে। ফ্রি ইন্টারনেট ও টকটাইমের মেয়াদ হবে সাতদিন যেই অফার চলবে ৩১ মে পর্যন্ত।

এ ব্যাপারে বাংলালিংকের মার্কেটিং ডাইরেক্টর সৌরভ প্রকাশ বলেন, দেশব্যাপী নিষেধাজ্ঞার কারণে অনেকেই ফোনে রিচার্জ করতে সমস্যায় পরেছেন যা মাথায় রেখে বিশেষ এই অফারটি দিচ্ছে বাংলালিংক।

Related Articles

Back to top button
error: