কৃষি

ব্রোকলি চাষ পদ্ধতি ও উপকারিতা

ব্রোকলি চাষ করে লাভবান হউন। ব্রোকলি অনেকটা ফুলকপির মত হলেও ফুলগুলো সাদার পরিবর্তে সবুজ। স্বাদে ও গুণেও অসাধারণ।

প্রতি পিস ব্রোকলি ওজনে ৭শ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত হয় যা বাজারে ১৫ থেকে ২০ টাকা করে বিক্রি হচ্ছে।

সাধারণ ফুলকপির চেয়ে আবাদে খরচ কম আবার দাম বেশি হওয়ায় এ নতুন সবজি চাষে ঝুঁকছেন অনেক কৃষক।

ইউরোপিয়ান ফসল বারবারা জাতের ব্রোকলি চাষ করে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়। এতে অধিক পরিমাণ পুষ্টিগুণ রয়েছে যা ফুলকপির চেয়ে বেশি। এই সবজিতে ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন কে পাওয়া যায়। ফুলকপিতে ভিটামিন এ নাই। ভিটামিন এ থাকায় এ সবজি খেলে দৃষ্টি শক্তি বাড়ে।

প্রতি শতকে ২৫-৩০ দিন বয়সের ২০০টি চারা রোপন করে মাত্র ৫০-৬০ দিন পরই ৪০ মণ ব্রকলি উৎপাদন করা যায়। এই সবজি দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটিতে ভাল হয়। মাটি ভালভাবে ঝুরঝুরে করে তৈরি করতে হয়। মধ্য ভাদ্র থেকে মধ্য পৌষ এর মধ্যে বীজ বপন ও চারা রোপন করতে হয়। চারা ৫০ সেন্টিমিটার দূরত্বে রোপন করতে হয়।

সাধারণত একর প্রতি গোবর ৬ টন, ইউরিয়া ১০০ কেজি, টি এস পি ৭০ কেজি ও পটাশ ৫৫ কেজি প্রয়োগ করতে হয়।

Related Articles

Back to top button
error: