বিনোদনসাম্প্রতিক খবর

রাজস্থানে নিষিদ্ধ হল দীপিকার ‘পদ্মাবত’

Last updated on September 15th, 2024 at 04:30 pm

অবশেষে সকল জল্পনা আর কল্পনার অবসান ঘটিয়ে ২৫শে জানুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে  পদ্মাবত।

২৫ জানুয়ারি পরিচালক সঞ্জয় লীলা বানসালির পদ্মাবত ছবি মুক্তি পেলেও রাজস্থানের গল্প নিয়ে নির্মিত এই কাহিনি রাজস্থানেই নিষিদ্ধ  হয়েছে । রাজস্থানের  মুখ্যমন্ত্রীর  নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারন এই ছবি নিয়ে রাজ্যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তাঁরা চান না।  ছবিটি মুক্তির প্রতিবাদ জানিয়েছে রাজস্থানের কট্টরপন্থী রাজনৈতিক দল করণি সেনা। তারা কোনোভাবেই এই ছবির মুক্তি  মেনে নেবেননা বলে জানিয়েছেন। এর আগে গত ৩০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি পায় ‘পদ্মাবতী’।

এই ছবি নিয়ে বরাবরই বলে আসা হয়েছে যে  পরিচালক এখানে  ঐতিহাসিক চরিত্রগুলোকে যেভাবে তুলে ধরেছেন, তা সম্পূর্ণ  ইতিহাসকে বিকৃত করে। এর ফলে এই রাজপরিবারের  ভুল বার্তা পৌঁছে যাবে সমাজের কাছে। রাজপরিবারের সদস্য মহেন্দ্র সিং বলেন, সঞ্জয় লীলা বানসালি আমাদের ইতিহাস, সংস্কৃতিকেই শুধু বিকৃতই করেননি বরং কবিতাটিরও ভুল ব্যাখ্যা দিয়েছেন এই ছবির মাধ্যমে।

বাংলাদেশের শীর্ষ হাসপাতাল

বাসের সময়সূচী ও টিকিট মূল্য

Related Articles

Back to top button
error: