বিনোদন

দেবী সিনেমা নিয়ে যা বললেন শীলা আহমেদ ও ডঃ আসিফ নজরুল

সাম্প্রতিককালে জয়া আহসান পরিচালিত দেবী সিনেমাটি মুক্তি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। দেবী’ সিনেমাটি  হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে তৈরি করা হয়েছে অথচ সিনেমাটি বানাতে তার চার সন্তানের (নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ, নুহাশ হুমায়ূন) কোন অনুমতি নেয়া হয়নি। শুধুমাত্র তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন এর অনুমতি নেয়া হয়েছিল। পরবর্তীতে শিলা আহমেদ তার ফেসবুক পেজে এই সম্পর্কে কিছু কথা বলেন যার প্রেক্ষিতে জয়া আহসান দেবীর সকল মারকেটিং বন্ধ রেখে হুমায়ূন আহমেদের চার সন্তানের অনুমতি নেয়ার কাজ শুরু করেন।

শীলা আহমেদের ফেসবুক পেজ থেকে “দেবী” সম্পর্কে তার কথাগুলো হুবহু এখানে তুলে ধরা হল- 

“খবরের কাগজে দেখলাম ‘দেবী’ ইন্ডিয়া তে আগে মুক্তি পাচ্ছে ! ইন্ডিয়া অথবা বাংলাদেশ, আগে অথবা পরে কোন কিছুতেই আমার অবশ্য কিছু যায় আসে না। আমার জানতে ইচ্ছা করছে, কে দেবী বানানোর অনুমতি দিয়েছে? আমরা চার ভাইবোন দেইনি । আমাদের চার ভাইবোনের অনুমতি ছাড়া কিভাবে এই সিনেমা সরকারি অনুদান পেল? কিভাবে এটা বানানো হয়ে গেল? কিভাবে এটা মুক্তি পাচ্ছে?
খুব দুঃখজনক হলেও এটা সত্যি যে হুমায়ূন আহমেদ এর মৃত্যুর পর তার সব কিছুর উত্তরাধিকার তার স্ত্রী আর ছেলেমেয়েরা। সমাজের বিশিষ্ট মানুষদের খুব খারাপলাগলেও কিছু করার নেই যে আমরা চার ভাইবোনও, হুমায়ূন আহমেদ এর ছেলেমেয়ে ! আমরা TV তে যেয়ে হুমায়ূন আহমেদ- হুমায়ূন আহমেদ করছিনা, বিভিন্ন অনুষ্ঠানে যেয়ে হুমায়ূন আহমেদ-কে নিয়ে বক্তব্য দিচ্ছি না, হুমায়ূন আহমেদ এর জন্ম বার্ষিকী/ মৃত্যু বার্ষিকী তে ফুল দিচ্ছি না দেখে ভাবার কোন কারন নেই যে আমাদের আইনগত কোন অধিকার নেই! 

আমাদের ১০০% আইনগত অধিকার আছে বাবার কোন লেখা সিনেমা/ নাটক/ অনুবাদ হবে কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার।

এবং ‘সমাজের বিশিষ্ট মানুষরা’- আপনারা যদি হুমায়ূন আহমেদ এর লেখা নিয়ে নাটক সিনেমা বানান, আপনাদেরও ১০০% দায়িত্ব আছে হুমায়ূন আহমেদের প্রত্যেক প্রাপ্তবয়স্ক উত্তরাধিকার এর অনুমতি নেয়া ।
যদি মনে হয় ‘বিশিষ্ট ব্যক্তি’ বলে এত ঝামেলা করতে পারবেন না, নাম না জানা প্রাপ্তবয়স্ক উত্তরাধিকারদের দ্বারে দ্বারে যাওয়া আপনাদের পক্ষে সম্ভব না, তাহলে এক বিয়ে করা কোন লেখকের গল্প উপন্যাস থেকে নাটক সিনেমা বানান! সেইরকম খুজে পাওয়া তো খুব কঠিন কিছু না ভাই!” 

ডঃ আসিফ নজরুলের ফেসবুক পেজ থেকে “দেবী” সম্পর্কে তার কথাগুলো হুবহু এখানে তুলে ধরা হল- 

” ‘দেবী’ সিনেমাটি বানানো হয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে। অথচ এটি করতে দিয়ে তার চার সন্তানের (নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ, নুহাশ হুমায়ূন) কোন অনুমতি নেয়া হয়নি।পরে শীলা বিষয়টি নিয়ে লিখলে ছবিটির প্রযোজক জয়া আহসান একটি চুক্তি করেছেন শীলাদের সঙ্গে। 

‘দেবী’ নিয়ে নুহাশ হুমায়ূনের কিছু কথা

Related Articles

Back to top button
error: