সাম্প্রতিক খবর

সয়াবিন তেলের দাম আরও ৯ টাকা বাড়ল

সয়াবিন তেলের দাম রমজানের আগে হঠাৎ করেই ৫ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল লিটার প্রতি। এরপর এক মাস পার না হতেই আবারও তেলের দাম বাড়ানোর ঘোষণা এল

সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

২৭ মে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতি লিটারে।  

ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতিলিটার ১৫৩ টাকায় বিক্রি হবে, যা এতদিন বিক্রি হচ্ছিল ১৪৪ টাকায়। তবে পাঁচ লিটারের তেল পাওয়া যাবে ৭২৮ টাকায়। খোলা সয়াবিন তেল ১২৯ টাকা ও পাম সুপার তেল ১১২ টাকা দাম লিটারপ্রতি নির্ধারণের ঘোষণা দিয়েছে সংগঠনটি। 

আগামী ২৯ মে থেকে নতুন মূল্যে তেল বিক্রি হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। 

Related Articles

Back to top button
error: