দৈনন্দিন জীবন

৫ ওয়াক্ত নামাজ আদায় করলে যা যা পাওয়া যায়

Last updated on September 16th, 2023 at 05:42 pm

৫ ওয়াক্ত নামাজ আদায় করলে যা যা পাওয়া যায়-

দৈনিক নামাজ আদায় করা ফরজ  এবং নামাজ আদায়ের মাধ্যমে আমরা নেকী আদায়ের পাশাপাশি অনেক কিছুই অর্জন করতে পারি যা নিচে উল্লেখ করা হয়েছে-

  1. নামাজ শুধুমাত্র ধর্মীয় ফরজ ই আদায় করে না বরং নানা বিধ রোগের প্রতিকার ঘটায় যেমন- মানসিক রোগ, হার্টের রোগ, আথ্রাইটিস, দুশ্চিন্তা রোগ, স্নায়ুবিক রোগ, ডায়াবেটিস ইত্যাদি।
  2. নামাজ আদায়ের সাথে সাথে ব্যায়াম ও হয়ে যায় যা শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে, কাজের শক্তি জোগায়, দেহকে সক্রিয় রাখে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে।
  3. দৈনিক নামাজ আদায় কারীর গুনা সমূহ গাছের পাতার মত ঝরে পরে।
  4. নামাজ আদায়কারীকে মহান আল্লাহ তাআলা আখিরাতে সর্বোত্তম পুরষ্কার প্রদান করে।
  5. নিয়মিত নামাজ আদায়কারীর কথা সকলের দৃষ্টি আকর্ষণ করে।
  6. নামাজ আদায়ের ফলে চেহারায় নূর ভাব সৃষ্টি হয়।
  7. নামাজ আদায়ের ফলে মানসিক অস্থিরতা দূর হয় এবং মন শান্ত হয়।
  8. দৈনিক পাঁচবার অজু করবার ফলে পাক পবিত্র থাকা যায়।
  9. নিয়মিত নামাজ আদায় আমাদের কে সত্য ও সঠিক পথে চলতে সাহায্য করে তাই দৈনিক নামাজ আদায় করুন এবং আপনার পাশের মানুষটিকেও নামাজ আদায়ে উদ্বুদ্ধ করুন।

শবে কদরের নামাজের নিয়ম, ফজিলত, দোয়া ও আমল

Related Articles

Back to top button
error: