সাম্প্রতিক খবর

সিএনজি অটোরিকশার সেবা শুরু হয়েছে হ্যালো’ অ্যাপে

সিএনজি অটোরিকশার সেবা পাওয়া যাবে এখন থেকে হ্যালো অ্যাপে।

পরীক্ষামূলকভাবে হ্যালো অ্যাপে সিএনজি সেবা চালু হয়েছে ১৬ জানুয়ারি, ২০১৮ থেকে। আনুষ্ঠানিকভাবে অ্যাপটি কার্যক্রম শুরু করবে একই বছরের  মার্চ মাসের ১ তারিখ থেকে। প্রাথমিকভাবে হ্যালো’ অ্যাপের  সেবা পাওয়া যাবে ঢাকা ও চট্টগ্রামে। 

উবার অথবা পাঠাও এর সেবার কাছে সি এন জি সেবা অনেকটাই মুখ থুবড়ে  পড়েছিল। এছাড়াও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও  অন্যান্য কারণে যাত্রীদের আগ্রহ কমে যাচ্ছিলো এই যানবাহনের প্রতি।

অ্যাপটি ডেভেলপ করেছে টপ আই আই কোম্পানি। তারা ইতিমধ্যেই  ৫০০ সিএনজি চালককে প্রশিক্ষণ দিয়েছে।  প্রয়োজনীয় সময়ে রাস্তায় যানবাহন পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। সিএনজি-চালিত অটোরিকশা এখন ডিজিটাল সার্ভিসের আওতায় আসায় যাত্রীদের এই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা রাখছেন সকলে।

এই অ্যাপটি পরিচালিত হবে সরকার অনুমোদিত ‘রাইড শেয়ারিং সার্ভিস গাইডলাইন ২০১৭’ এর মাধ্যমে। এই নীতিমালায় বিআরটিএ-র লাইসেন্সসহ মোট ১১টি নিয়ম মেনে চলার বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে চালকদের। ভবিষ্যতে এই অ্যাপে মোটর সাইকেল ও গাড়ি সার্ভিসও যোগ হতে পারে।

বাংলাদেশের শীর্ষ হাসপাতাল

বাসের সময়সূচী ও টিকিট মূল্য

Related Articles

Back to top button
error: