স্বাস্থ্য ও রূপ চর্চা

গর্ভাবস্থায় সহবাস করা যাবে কিনা? গর্ভকালীন সেক্স কি নিরাপদ?

গর্ভাবস্থায় সহবাস করা যাবে কিনা? গর্ভবতী অবস্থায় কত মাস পর্যন্ত সহবাস করা যায়, গর্ভাবস্থায় প্রথম তিন মাস সহবাস করা যাবে কি, গর্ভাবস্থায় কতদিন সহবাস করা যায়, গর্ভাবস্থায় সহবাস করার উপকারিতা, গর্ভাবস্থায় বীর্য ভিতরে ফেললে কি হয়, গর্ভাবস্থায় প্রথম ৩ মাসের সতর্কতা, কনসিভ করার পর কি সহবাস করা

গর্ভাবস্থায় সহবাস

অনেকের মনেই প্রশ্ন জাগে যে গর্ভবতী স্ত্রীর সঙ্গে সহবাস বা সেক্স করলে গর্ভের সন্তানের কোনো ক্ষতি হবে কি না। বিশেষ করে নারীদের মনেই এমন সন্দেহ জাগে যে গর্ভকালীন সময়ে সহবাস করা যায় কিনা। উত্তর প্রায় বেশিরভাগ নারীর জন্য ‘হ্যাঁ’।

যদি গর্ভকালীন সময়ে স্বাভাবিক অবস্থা থাকে তাহলে সন্তান গর্ভে থাকা অবস্থায়ও প্রসব বেদনা শুরু হওয়ার আগে পর্যন্ত সহবাস করতে পারেন। এ ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু নিয়ম অনুসরণ করতে হবে।

সহবাসের সময়ের স্বাভাবিক নড়াচড়া সাধারণত গর্ভের শিশুর কোনো ক্ষতি করে না। আপনার গর্ভের শিশু তলপেট এবং জরায়ুর শক্ত পেশী দিয়ে সুরক্ষিত থাকে।

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যৌন মিলনে কি গর্ভপাত হতে পারে?

গর্ভধারণের প্রথম দিকে গর্ভপাত হবার কারণ ও গর্ভপাতের উপসর্গ

গর্ভপাত প্রতিরোধ করার উপায় জেনে নিন

গর্ভধারণের আগে গর্ভপাত বা মিসক্যারেজ ঠেকাতে যা করবেন

গর্ভকালীন সেক্স প্ল্যানিং কেমন হবে?

গর্ভের শিশু অ্যামিনিওটিক স্যাকের মধ্যে থাকে যা তাকে সুরক্ষিত রাখে।

জরায়ুর মুখ মিউকাস প্লাগ দ্বারা সিল করা থাকে, যা গর্ভের শিশুকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে।

সেক্স করবার সময় পুরুষেরে গোপনাঙ্গ নারীর গোপনাঙ্গ পর্যন্তই প্রবেশ করে। এবং তা গর্ভের শিশু পর্যন্ত পৌঁছাতে পারেনা। তাই শিশুর ক্ষতির আশঙ্কা থাকেনা।

সেক্স এর পর অর্গাজম হলে বাচ্চার নড়াচড়া বৃদ্ধি পেতে পারে। এমন হয় অর্গাজমের পর আপনার হার্টবিট বেড়ে যাওয়ার কারণে, সেক্স এর ফলে বাচ্চার কোন অসুবিধার কারণে নয়।

অর্গাজমের কারণে জরায়ুর পেশীতে মৃদু সংকোচন (কন্ট্রাকশন) হতে পারে এতে আতংকিত হবার কিছু নেই।

এই অবস্থা ক্ষণস্থায়ী এবং ক্ষতিকর নয়। যদি গর্ভধারণের অন্য সবকিছু স্বাভাবিক থাকে তবে অর্গাজমের কারণে হওয়া সংকোচনের ফলে গর্ভপাত বা প্রসব বেদনা শুর হয়না। সুতরাং জটিল কোন শারীরিক সমস্যা না থাকলে গর্ভাবস্থায় সহবাস করলে কোনো সমস্যা নেই।

আরও পরুন

গর্ভাবস্থায় যে উপসর্গগুলি দুশ্চিন্তার কারণ নয়

গর্ভবতী নারী করোনার সময়ে যা খাবেন

গর্ভকালীন খাবারের তালিকা বা ডায়েট চার্ট

গর্ভাবস্থায় যে খাবার গুলো অবশ্যই খাবেন না

গর্ভাবস্থায় যে খাবার গুলো অবশ্যই খাবেন

৬ থেকে ১২ মাস বয়সে শিশু কেমন ও কতবার খাবে

৬ থেকে ১২ মাস বয়সী শিশুর খাবারের ক্ষেত্রে যা অবশ্যই মনে রাখবেন

সন্তানকে বুকের দুধ খাওয়ানোর যত উপকারিতা

Related Articles

Back to top button
error: