চাকরি

চুয়েট, বিইউপি ও ইবিতে ৯৪ পদে চাকরি বিজ্ঞপ্তি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) চাকরি বিজ্ঞপ্তি : 

১০ ধরনের পদে ৩২ জন নিয়োগ দেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

পদগুলো হলো—

https://bangla.minciter.com/2022/03/17/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a6-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a6%9f/
  1. অধ্যাপক (৬ জন),
  2. সহকারী অধ্যাপক (৮),
  3. সহকারী রেজিস্ট্রার—আইন/এস্টেট (১),
  4. প্রভাষক (৯),
  5. টেকনিক্যাল অফিসার—উড ওয়ার্কশপ (১),
  6. সহকারী প্রকৌশলী—পুরকৌশল (১),
  7. সহকারী টেকনিক্যাল অফিসার (২),
  8. প্রটোকল অফিসার (১),
  9. টেকনিশিয়ান—পুরকৌশল (১),
  10. ড্রাইভার—ভারী (১) ও
  11. সহকারী বাবুর্চি (১ জন)।

১ থেকে ৭ নম্বর পদগুলোর আবেদনপত্রের ফরম্যাট ও বিস্তারিত জানা যাবে চুয়েটের ওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে। ৮ থেকে ১০ নম্বর পদের আবেদন করতে হবে সাদা কাগজে।

আবেদন জমা দিতে হবে ২১ মার্চ, ২০২২ এর মধ্যে।


বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) চাকরি বিজ্ঞপ্তি :

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ১৭ ধরনের পদে ২৪ জন নিয়োগ দেওয়া হবে।

পদগুলো হলো—

  1. প্রভাষক (ইংরেজি),
  2. প্রভাষক (ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট),
  3. প্রভাষক (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন), প্রভাষক (ইকোনমিকস), প্র
  4. ভাষক (ডেভেলপমেন্ট স্টাডিজ),
  5. প্রভাষক (সোসিওলজি),
  6. প্রভাষক (মার্কেটিং),
  7. প্রভাষক (অ্যাকাউন্টিং),
  8. প্রভাষক (ম্যানেজমেন্ট),
  9. প্রভাষক (ফিন্যান্স),
  10. প্রভাষক (আন্তর্জাতিক সম্পর্ক),
  11. প্রভাষক (আইন),
  12. প্রভাষক (মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম),
  13. প্রভাষক (আইসিই/আইসিটি/ইইই),
  14. প্রভাষক (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং),
  15. প্রভাষক (রসায়ন) ও প্রভাষক (উদ্ভিদবিদ্যা)।

আবেদন করতে হবে ৫ এপ্রিল, ২০২২ এর মধ্যে।

বিস্তারিত দেখুন এই লিঙ্কে : https://bup.edu.bd/careers

ইসলামী বিশ্ববিদ্যালয় চাকরি বিজ্ঞপ্তি :

৯ ধরনের পদে ৩৮ জন নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়া।

পদগুলো হলো—

১. সিনিয়র মেডিক্যাল অফিসার (১ জন), মেডিক্যাল অফিসার (১), মেডিক্যাল অফিসার—সাইকিয়াট্রিক (১), স্টাফ নার্স—পুরুষ (১),

২. পিও টু ভিসি—প্রশাসনিক কর্মকর্তা (১),

৩. পিও টু চেয়ারম্যান (১),

৪. কম্পিউটার অপারেটর (১),

৫. অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট (৪), 

৬. গাড়িচালক (১৫),

৭. অফিস সহায়ক (৫),

৮. কুক (১),

৯. ক্লিনার (৩) ও গার্ডেনার (৩ জন)।

আবেদন ফরম, নিয়োগের শর্তাবলি ও অন্যান্য দরকারি তথ্য পাওয়া যাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd)।

আবেদন জমা দিতে হবে ২৭ মার্চ, ২০২২ এর মধ্যে।

Related Articles

Back to top button
error: