ভ্রমন

চাঁদপুর-ঢাকা ও ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চের সময়সূচি, ভাড়া, ফোন নাম্বার ২০২৪

চাঁদপুর-ঢাকা ও ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চের সময়সূচি, ভাড়া, ফোন নাম্বার ও জরুরি তথ্য। ঢাকা টু চাঁদপুর লঞ্চ সময়সূচি ২০২৪, ঢাকা টু চাঁদপুর লঞ্চ কেবিন ভাড়া ২০২৪, ঢাকা টু চাঁদপুর লঞ্চ ২০২৩, চাঁদপুর লঞ্চ ঘাটের নাম্বার, চাঁদপুর টু ঢাকা লঞ্চ ভাড়া ২০২৪, ঢাকা টু ঈদগাহ ফেরিঘাট লঞ্চের সময়সূচি, ঢাকা টু চাঁদপুর লঞ্চে যেতে কত সময় লাগে, চাঁদপুর টু ঢাকা লঞ্চ সময়সূচি।

চাঁদপুরে লঞ্চ ভ্রমণ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিদিন অনেকেই লঞ্চে চাঁদপুর-ঢাকা এবং ঢাকা-চাঁদপুর রুটে যাতায়াত করছেন। শুধু চাঁদপুর নয় বরং আশপাশের কয়েকটি জেলার মানুষও চাঁদপুর এসে লঞ্চে করে কর্মক্ষেত্রে যান। চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চগুলোতে রয়েছে নানান সুযোগ-সুবিধা। বেশির ভাগ লঞ্চেই আছে এসি, উন্নত টয়লেট, প্রথম ও অন্যান্য শ্রেণির কেবিন রয়েছে। যাত্রীরা আগাম বুকিং দিয়েও লঞ্চের এসকল কেবিনে যাতায়াত করতে পারেন। 

চাঁদপুর-ঢাকা ও ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চের সময়সূচী, ভাড়া, ফোন নাম্বার ও জরুরি তথ্য

চাঁদপুর-ঢাকা ও ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চের ভাড়া

বর্তমানে চাঁদপুর-ঢাকা রুটে ২৪টি লঞ্চ চলাচল করে। এছাড়া নারায়ণগঞ্জ রুটে আরও ১৩টি লঞ্চ চলাচল করে। বিভিন্ন অঞ্চলের লঞ্চসহ মোট ৮০টি লঞ্চ চাঁদপুর ঘাটে আসা যাওয়া করে। চাঁদপুর-ঢাকা এবং ঢাকা-চাঁদপুর রুটে প্রতিদিন ভোর ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত লঞ্চে যাতায়াতের সুবিধা রয়েছে।

  • লঞ্চের ডেকের ভাড়া ১১৫ টাকা,
  • নন এসি চেয়ারের ভাড়া ১৮০ টাকা,
  • বিজনেস ক্লাস এসি চেয়ারের ভাড়া ৩০০ টাকা,
  • নন এসি সিঙ্গেল কেবিনের ভাড়া ৫০০ টাকা,
  • এসি সিঙ্গেল কেবিনের ভাড়া ৬০০ টাকা,
  • নন এসি ডাবল কেবিনের ভাড়া ১০০০ টাকা,  
  • এসি ডাবল কেবিনের ভাড়া ১২০০ টাকা,
  • নন এসি মিনি ভিআইপি কেবিন ১৮০০ টাকা,
  • ফ্যামেলি কেবিন ১৫০০ টাকা,
  • ভিআইপি কেবিন ২২০০ টাকা এবং
  • সিআইপি কেবিন ২৫০০ টাকা।

চাঁদপুর – ঢাকা রুটে লঞ্চের ছাড়ার সময় ও ফোন নাম্বার

  • ভোর ৬টায় রফ রফ-৬ (যোগাযোগ- ০১৮১৮০০২০২৯),
  • সকাল ৭টা ২০মিনিটে এমভি সোনার তরী-৩, (যোগাযোগ ০১৭১৬৫০১০৭৭),
  • সকাল ৮টায় ঈগল-৭ (যোগাযোগ ০১৯৬৮৪১৯১০২),
  • সকাল সাড়ে ৮টায় আসা যাওয়া-১,
  • সকাল ৯টায় ঈগল-৩ (যোগাযোগ ০১৮৮৯৮০৫২৮৩),
  • সকাল সাড়ে ৯টায় আল বোরাক (যোগাযোগ ০১৮১৮০০২০২৯)
  • সকাল ১০টা ২০ মিনিটে মিতালি-৫ (যোগাযোগ ০১৭২১৬৫৯৯৫০),
  • সকাল ১০টা ২০ মিনিটে বোগদাদিয়া-৯ (যোগাযোগ ০১৭২৮৫৯০৮৪১),
  • বেলা ১১টায় জামাল-২ (যোগাযোগ ০১৮১৮০০২০২৯),
  • দুপুর ১২টায় রফ রফ-২ (যোগাযোগ ০১৮১৮০০২০২৯),
  • দুপুর ১২টা ৫ মিনিটে শরীয়তপুর-১,
  • দুপুর ১টায় এভি জম জম (যোগাযোগ ০১৩১৬৩৩০৩৯০),
  • দুপুর দেড়টায় সোনার তরী-৫ (যোগাযোগ ০১৭১৬৫০১০৭৭),
  • দুপুর ২টায় ইামাম হাসান-৫ (যোগাযোগ ০১৭১১০০৮৭৭৭),
  • বিকেল ৩টা ৪০ মিনিটে সোনার তরী-২ (যোগাযোগ ০১৭৩৫৪২৭৮০২),
  • বিকেল ৪টা ২০ মিনিটে বোগদাদিয়া-৮ (যোগাযোগ ০১৭১১০০৮৭৭৭),
  • বিকেল ৫টায় বোগদাদিয়া-৭ (যোগাযোগ ০১৭১২৮২৫৩৭)
  • সন্ধ্যা ৬টায় ইমাম হাসান-৭ (যোগাযোগ ০১৭৯৯৪৯৪২৯৬),
  • সন্ধ্যা ৭টায় ইমাম হাসান (যোগাযোগ ০১৭১১০০৮৭৭৭),
  • রাত ১০টায় মিতালি-৭  (যোগাযোগ ০১৮১৮০০২০২৯),
  • রাত সাড়ে ১১টায় ইমাম হাসান-২ (যোগাযোগ ০১৭১১০০৮৭৭৭),
  • রাত ১১টা ২০ মিনিটে জম জম-১ (যোগাযোগ ০১৭১১০০৮৭৭৭), (যোগাযোগ ০১৭২৪৭৬৬৭২০)
  • রাত ১২টা ১৫ মিনিটে ময়ূর-৭ (যোগাযোগ ০১৭৫৯৯৪৪১৪৪) এবং
  • সব শেষ রাত সাড়ে ১২টায় ময়ূর-২ (যোগাযোগ ০১৮৩৯১০৩৭৪৬)।

ঢাকা – চাঁদপুর রুটে লঞ্চের ছাড়ার সময় ও ফোন নাম্বার

  • এম.ভি সোনার তরী/বাঘের হাট – সকাল ০৬:৪৫ মি:,
  • সোনার তরী-১ – সকাল ০৭:২০ মি:,
  • নিউ মেঘনারানী – সকাল ৮:০০ মি:,
  • এমভি ভোগদাদীয়া-৭ – সকাল ৮:৩০ মি:,
  • এম.ভি আব এ জমজম-১/ এম.ভি তাকওয়া – সকাল ৯:১৫ মি:
  • মিতালী-৪ – সকাল ৯:৫০ মি:,
  • এম.ভি স্বর্ণদ্বীপ-৮ – সকাল ১০:১৫ মি:,
  • এম.ভি ইমাম হাসান-২ – সকাল ১১:০০ মি:,
  • এম.ভি ইমাম হাসান-৫ – দুপুর ১১:৪৫ মি:,
  • এম.ভি ময়ুর-৭ – দুপুর ১:৩০ মি:,
  • এম.ভি ঈগল-২/৩ – দুপুর ২:৩০ মি,
  • এমভি রফরফ – দুপুর ৩:৩০ মি:,
  • এম.ভি ঈগল-১ – বিকাল ৪:৩০ মি:,
  • এম. ভি দেশান্তর -বিকাল ৫:৩০ মি:,
  • কালাইয়া – বিকাল ৬:০০ মি:,
  • এমভি নিউ আল বোরাক – বিকাল ৬:৪৫ মি:,
  • রাঙ্গাবালী – সন্ধ্যা ৭:৩০ মি:,
  • এমভি রিপল/সোনার তরী সন্ধ্যা ৭:৪৫ মি:,
  • হুলারহাট/বরগুনা – রাত ৮:৩০ মি: (সাময়িক বন্ধ)
  • এম.ভি নিউসান-৪/ এম.ভি জলতরঙ্গ – রাত ৮:৩০ মি:,(সাময়িক বন্ধ)
  • এম. ভি আব এ জমজম – রাত ১১:৩০ মি:,
  • এম.ভি রফরফ – রাত ১২:০০ মি:,
  • এম.ভি প্রিন্স অব রাসেল-৩ – রাত ১২:৩০ মি:,

লঞ্চ চলাচলের এই সময়সূচি অনেক সময় পরিবর্তন হয়। চাঁদপুর–ঢাকা–চাঁদপুর রুটে কয়েক ধরনের লঞ্চ চলাচল করে। লঞ্চ চলাচলের এই সময়সূচি অনেক সময় পরিবর্তন হয়। চাঁদপুর–ঢাকা–চাঁদপুর লঞ্চগুলির মধ্যে আব-এ-জমজম, রফ রফ, ময়ূর-১, ময়ূর-২, আল বোরাক, মেঘনা রাণী, ইমাম হাসান ইত্যাদি লঞ্চ সার্ভিসের নাম উল্লেখযোগ্য।

Tags: চাঁদপুর–ঢাকা–চাঁদপুর লঞ্চ সময়সূচী, Launch Schedule of Chandpur-Dhaka-Chandpur, ঢাকা টু চাঁদপুর লঞ্চ ভাড়া , সদরঘাট টু চাঁদপুর লঞ্চ, চাঁদপুর লঞ্চ ঘাটের নাম্বার, লঞ্চের সময়সূচি , চাঁদপুর লঞ্চের সময়সূচি, চাঁদপুর টু ঢাকা লঞ্চ সময়সূচী , ঢাকা টু চাঁদপুর লঞ্চ ভাড়া , ঢাকা টু চাঁদপুর লঞ্চ কেবিন ভাড়া

Related Articles

Back to top button
error: