স্বাস্থ্য ও রূপ চর্চা

হ্যান্ড ফুট এন্ড মাউথ ডিজিজ ট্রিটমেন্ট, লক্ষণ, ঔষধ, খাবার

হ্যান্ড ফুট মাউথ হলে করণীয়, হ্যান্ড ফুট এন্ড মাউথ ডিজিজ ট্রিটমেন্ট, ফুট এন্ড মাউথ ডিজিজ ইন চিলড্রেন, হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এর লক্ষণ, গরুর ফুট এন্ড মাউথ ডিজিজ, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এর ঔষধ, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ খাবার, best cream for hand, foot and mouth disease।

বাংলাদেশের প্রায় সব জায়গাতেই এখন হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (এইচএফএমডি) ছড়িয়ে পড়েছে। শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হওয়ায় চিন্তিত হয়ে পড়ছেন‌ অভিভাবকরা। 

ভাইরাসজনিত এই রোগটি এর আগে বেশি হত না। তবে এটি বেশ ছোঁয়াচে ও সংক্রামক।

শিশুদের মধ্যে এই রোগ বেশি হলেও, যেকোনো বয়সীরা এতে আক্রান্ত হতে পারেন।

কক্সাকি নামক এক ধরনের ভাইরাস হ্যান্ড ফুট এন্ড মাউথ ডিজিজ রোগের জন্য দায়ী।

এটি মারাত্মক জটিল রোগ নয়, আর জীবনহানির ঝুঁকিও নেই।

হ্যান্ড ফুট মাউথ হলে করণীয়

ঢাকার সেরা ডাক্তার এর তালিকা (ডাক্তার ডিরেক্টরি) ২০২৪

হ্যান্ড ফুট এন্ড মাউথ ডিজিজ ট্রিটমেন্ট, লক্ষণ, ঔষধ, খাবার
হ্যান্ড ফুট এন্ড মাউথ ডিজিজ ট্রিটমেন্ট, লক্ষণ, ঔষধ, খাবার

হ্যান্ড ফুট এন্ড মাউথ ডিজিজ কীভাবে ছড়ায়

এই রোগ আক্রান্ত ব্যক্তির ফোস্কা থেকে নির্গত রস, হাঁচি কাশি, ব্যবহৃত পোশাক এবং স্পর্শ করা যেকোনো জিনিস, এমনকি মলের মাধ্যমেও ছড়ায়।

ভিড় যেসব জায়গায় বেশি, সেখান থেকেই এই রোগ ছড়িয়ে পরে বেশি।

হ্যান্ড ফুট এন্ড মাউথ ডিজিজ লক্ষণ

এ রোগে আক্রান্ত হলে হালকা জ্বরের সাথে থাকে গলাব্যথা, শরীরে নানা জায়গায় পানিভর্তি ফুসকুড়ি, মুখের ভেতরে ক্ষত, মুখ দিয়ে ক্রমাগত লালা নিঃসরণ, খাবারে অরুচি এমন লক্ষণ।

হাত, পা ও জিহ্বাতে সাধারণত ফুসকুড়ি দেখা দেয় তবে উরু বা নিতম্বেও অনেকের হতে পারে।

ত্বকের ফোস্কা বা ফুসকুড়ি দেখতে জলবসন্তের মতো। ‘ফুট অ্যান্ড মাউথ’ নামে গবাদি পশুর একটি অসুখ রয়েছে যার সাথে এই রোগের কোনো সম্পর্ক নেই।

হ্যান্ড ফুট এন্ড মাউথ ডিজিজ ট্রিটমেন্ট

ভাইরাসজনিত এই রোগের নির্দিষ্ট ওষুধ নেই। ৭-১০ দিনের মধ্যে সাধারণত নিজে থেকেই ভালো হয়ে যায়। 

অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গাল ওষুধ নেই এই রোগের জন্য।

সাধারণত লক্ষণ অনুযায়ী এই রোগের চিকিৎসা দেওয়া হয়। পরিচর্যা করতে হবে সাথে পর্যাপ্ত পানীয় দিতে হবে।

তবে ফলের জুস মুখ ও গলাব্যথা বাড়াতে পারে বলে তা থেকে দূরে থাকাই ভালো। রোগীকে নরম ও কম মশলাযুক্ত খাবার এই সময় দেওয়া উচিত।

প্রচুর তরল খেতে হবে। ঢিলা কাপড় পরতে হবে যাতে গোটা গুলোর সাথে ঘষা না খায়।

ঠাণ্ডা পানিতে গোসল করলে এই সময় আরাম লাগতে পারে। হাতের নখ কেটে ফেলতে হবে এবং শিশু হলে হাতে মোজা পরিয়ে দেয়া যেতে পারে যাতে চুলকাতে গিয়ে গোটাগুলোর আরও খারাপ অবস্থা না হয়।

আক্রান্ত ব্যক্তিকে দূরে রাখা হল সংক্রমণ থেকে নিজেকে রক্ষার গুরুত্বপূর্ণ উপায়।

আক্রান্ত ব্যক্তির উচিত গর্ভবতী, নবজাতক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এমন ব্যক্তির কাছ থেকে দূরে থাকা।

হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এর ঔষধ

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএসের তথ্যমতে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এর ঠিক কোন ঔষধ নেই। ঔষধ হিসেবে শুধু জ্বর থাকলে প্যারাসিটামল সেবন করতে বলা হয়।

হ্যান্ড ফুট মাউথ ডিজিজ খাবার

সাধারণত অসুখবিসুখ হলে শিশুরা কম খাবার খেয়ে থাকে। এ ক্ষেত্রেও খাবারের জন্য জোর করা যাবে না শিশুকে। শিশু একটু কম খেলে ক্ষতি নেই।

কিন্তু খেয়াল রাখতে হবে সে যথেষ্ট পানি খাচ্ছে কিনা। একটু বড় শিশুকে দুধ বা আইসক্রিম দেওয়া যেতে পারে এই সময়। আর মুখের ভেতরে ফুসকুড়ি ওঠায় কম খেতেই পারে।

কিন্তু শিশুকে বারবার পানি খাওয়াতে হবে। একটি বিষয় সতর্কভাবে দেখতে হবে যে, শিশুর প্রস্রাব স্বাভাবিক হচ্ছে কিনা।

‘ভিটামিন সি’ বেশি করে খেলে এ রোগ দ্রুত সারে। এ রোগ হলে শিশুকে নিয়মিত ভাবে গোসল করাতে হবে। তাকে সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে।

হ্যান্ড ওয়াশ দিয়ে তার হাত ধুতে হবে। করোনাভাইরাসের জন্য যেসব নিয়ম মেনে চলা হয়, এ ক্ষেত্রেও তার অনেকটা অনুসরণ করতে হবে। সাবান দিয়ে ক্ষতস্থানগুলো পরিষ্কার করা যেতে পারে।

হ্যান্ড ফুট এন্ড মাউথ ডিজিজ প্রতিরোধ

শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে হবে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এবং হাঁচি-কাশি থেকে দূরে থাকতে হবে।

এছাড়া, ভিড় এড়িয়ে চলতে হবে। আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে। আক্রান্ত শিশুকে অবশ্যই স্কুলে পাঠানো যাবে না। চিকিৎসকের পরামর্শ নিতে হবে সময়মত।

হ্যান্ড ফুট এন্ড মাউথ ডিজিজ হলে কখন ডাক্তারের শরণাপন্ন হবেন

এনএইচএসের তথ্য অনুসারে হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হওয়ার পর শিশুর শরীর যদি পানিশূন্য হয়ে পড়ে, তাহলে তার উচ্চ তাপমাত্রায় জ্বর হয়, জ্বরের সময় শীত লাগে, যদি ৭ থেকে ১০ দিনের মধ্যে লক্ষণ ভালো না হয়, বা যদি তিনি গর্ভবতী অবস্থায় আক্রান্ত হন তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

Related Articles

Back to top button
error: