নগদ অ্যাকাউন্ট খুলুন মাত্র মিনিটে। নগদ একাউন্ট দেখার নিয়ম –
নগদ অ্যাকাউন্ট- প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন নগদ অ্যাপ
নির্দেশনা অনুসরণ করুন
১। আপনার জাতীয় পরিচয়পত্রের ধরন (এনআইডি) সিলেক্ট করুন ২। আপনার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) উভয় পাশ আপলোড করুন ৩। একটি সেলফি তুলুন ৪। শর্তাবলি পড়ুন ৫। আপনার স্বাক্ষর দিন
উপভোগ করুন
সব তথ্য যাচাই করে উপভোগ করুন নগদ-এর সকল সার্ভিস!
ক্যাশ ইন-এর বিস্তারিত
ক্যাশ ইন সার্ভিস এর মাধ্যমে দেশের যেকোনো নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে আপনার নগদ অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন।
১। আপনার নিকটস্থ নগদ উদ্যোক্তা পয়েন্ট ভিজিট করুন এবং কত টাকা ক্যাশ ইন করতে চান তা উদ্যোক্তাকে জানান।
২।উদ্যোক্তা রেজিস্টার খাতায় টাকার পরিমান ও আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বার লিখুন।
৩। যে পরিমান টাকা ক্যাশ ইন করতে চান তা উদ্যোক্তাকে পে করুন।
৪। উদ্যোক্তা আপনার নগদ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে।
ক্যাশ ইন সম্পন্ন হলে আপনি এবং উদ্যোক্তা উভয়ই কনফার্মেশন এসএমএস পাবেন।
ক্যাশ আউট করার পদ্ধতি:
১. নগদ উদ্যোক্তা পয়েন্টে যান
২. আপনার নগদ অ্যাপ লগ ইন করে বা *১৬৭# ডায়াল করে “Cash-Out” অপশন সিলেক্ট করে ট্যাপ করুন “From Uddokta” অপশন
৩. QR কোড স্ক্যান করুন অথবা উদ্যোক্তার নাম্বার টাইপ করুন
৪. আপনার ক্যাশ আউট পরিমাণ দিন
৫. আপনার পিন নাম্বারটি টাইপ করুন (আপনার পিন নাম্বারটি গোপন রাখুন )
৬. লেনদেনটি নিশ্চিত করুন
ক্যাশ-আউট হয়ে গেলো! আপনি এবং উদ্যোক্তা, দু’জনেই নগদের কাছ থেকে একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। উদ্যোক্তার কাছ থেকে টাকা গ্রহণের পর ভালো করে গুনে নিন। কাউন্টার ত্যাগ করার আগে উদ্যোক্তা রেজিস্টারে স্বাক্ষর করুন।
সেন্ড মানি-এর বিস্তারিত
এই সার্ভিসের মাধ্যমে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে অন্য কোনো নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন।
১। নগদ মোবাইল মেন্যু ওপেন করুন
২। যাকে টাকা পাঠাতে চান তার নম্বর ও টাকার পরিমাণ লিখুন
৩। এক শব্দের একটি রেফারেন্স দিন
৪। লেনদেন সম্পন্ন করতে আপনার নগদ মোবাইল মেন্যু পিন প্রদান করুন
সেন্ড মানি সম্পন্ন হলে উভয়েই একটি কনফার্মেশন মেসেজ পাবেন।
- বয়স বাড়লেই কি ওজন বাড়ে?
- সুন্দর ত্বক পেতে যা করবেন! উজ্জ্বল ত্বকের ১০টি জাদুকরী প্রাকৃতিক উপাদান
- ওজন কমাতে আদার শরবত (এক সপ্তাহেই ওজন কমিয়ে ফেলুন)