
Last updated on September 15th, 2024 at 04:29 pm
লাক্স চ্যানেল আই সুপারস্টার, ২০১৮ লাক্স সুপারস্টার “আর মাত্র ১১ দিন বাকি রেজিস্ট্রেশনের”
লাক্স সুপারস্টার, ২০১৮ এর মুকুট এবার কার? তিন বছর ব্যবধানে আবারও শুরু হচ্ছে রিয়ালিটি শো লাক্স-চ্যানেল আই সুপারস্টার যা চ্যানেল আই ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর যৌথ আয়োজনে । “Reveal the Unseen You” বা ‘দেখিয়ে দাও অদেখা তোমায়’- প্রতিপাদ্য নিয়ে শুরু হচ্ছে এবারের প্রতিযোগিতা।
এই রিয়েলিটি শো এর বিজয়ী সুপারস্টার পান “বাংলাদেশ ফেস অফ লাক্স” খেতাব, একটি ব্র্যান্ড নিউ গাড়ি, ১০ লাখ টাকা এবং নতুন ছবিতে অভিনয়ের সুযোগ। এছাড়াও প্রথম রানার-আপ পান ৫ লাখ টাকা ও দ্বিতীয় রানার-আপ পান ৩ লাখ টাকা। সবগুলো পুরস্কার প্রদান করা হয় চ্যানেল আই এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে।
এই প্রতিযোগিতা শুরু হয় বিভাগ ভিত্তিক অডিশনের মাধ্যমে। এই অডিশনে ইয়েস কার্ড প্রাপ্তরা মূল পর্বে অংশ নেয়। শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয় বরং অন্যান্য গুণও এখানে বিবেচনা করা হয় এবং বাছাইকৃত সেরা প্রতিযোগী এই মুকুটের অংশীদার হন।
দেখে নিন একবার বিগত বছরের বিজয়ীদের নাম-
২০০৫ | শানারৈ দেবী শানু |
২০০৬ | জাকিয়া বারী মম |
২০০৭ | বিদ্যা সিনহা সাহা মীম |
২০০৮ | ইসরাত জাহান চৈতি |
২০০৯ | মেহজাবিন চৌধুরী |
২০১০ | মাহবুবা ইসলাম রাখি |
২০১২ | সামিয়া সাঈদ |
২০১৪ | নাদিয়া আফরিন মীম |
রেজিস্ট্রেশনের জন্য ও আরো বিস্তারিত জানতে এই লিংকে ভিজিট করুন।