বিনোদন

শনিবারে জামিন পেলেন বলিউড স্টার সালমান খান

Last updated on September 15th, 2024 at 04:20 pm

বলিউড পারা এখন সালমান খানের খবরেই চাঞ্চল্য। সিনেমার পর্দায় নয় বরং বাস্তব জীবনেই জেল খেটেছেন এই তারকা। গত বৃহস্পতিবার ২০ বছর আগের কৃষ্ণসার হরিণ শিকার মামলার রায়ে ৫ বছরের জেল হয় এবং তাকে জেলে পাঠানো হয়।

জামিন পাওয়াটাই অনেকটাই অনিশ্চয়তার মধ্যে ছিল। বিচারকের বদলি হওয়ার কারণে সালমান খানের জামিন মঞ্জুর দেরীতে হতে পারে এই আশঙ্কায় ছিল সকলে সেক্ষেত্রে তাকে আরও ২ দিন জেল বাস করতে হত। অবশেষে সকল জল্পনার অবশান ঘটিয়ে শনিবার জামিন পান তিনি।

জামিন পেয়েই চলে যান বিমানবন্দরে তার দুই বোন ও দেহরক্ষীর সাথে এবং সেখান থেকে ফিরেন মুম্বাইয়ে। কারাগারে প্রায় ৪৮ ঘন্টা থাকবার পর জামিন পান এই তারকা।

কারাগারের বাহিরে তার জন্য অপেক্ষা করছিলেন তার অসংখ্য ভক্ত। তার জামিনে স্বস্তিতে আছেন প্রয়োজকরাও। ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেয়া হয়। তার আইনজীবীরা খুব জলদি তার এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

বাংলাদেশের শীর্ষ হাসপাতাল

বাসের সময়সূচী ও টিকিট মূল্য

Related Articles

Back to top button
error: