স্বাস্থ্য ও রূপ চর্চা

শিশুদের কি টিকা দিতে হয়, শিশুর টিকা কখন দিতে হয়, রোগের নাম, টিকার নাম..

শিশুর টিকা- সঠিক সময়ে টিকা দেয়ার মাধ্যমে বাচ্চা অনেক ঘাতক ব্যাধি থেকে রক্ষা পায়। বাবা মার উচিত বাচ্চার টিকার ব্যাপারে খুব ভালোভাবে জেনে রাখা যাতে করে সঠিক সময়ে সঠিক টিকা দেয়া যায়।

শিশুদের কোন টিকা (Child Vaccine) কখন দিবেন, কিভাবে দিবেন ? শিশুর টিকার তালিকা, টিকাদান কর্মসূচী, টিকা দেওয়ার নিয়ম, রোটা ভাইরাস টিকা, শিশুর বেসরকারি টিকার তালিকা।

স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার হওয়ার ১১টি প্রধান কারণ

নিয়মিত টিকাদান সময়সূচীঃ

০-১১ মাস এবং ১৫ মাস বয়সের শিশুদের টিকাদান সময়সূচি ( শিশুর টিকা )

রোগের নামটিকার নামটিকার ডোজডোজের সংখ্যাডোজের মধ্যে বিরতিটিকা শুরু করার সঠিক সময়টিকাদানের স্থানটিকার প্রয়োগ পথ
যক্ষাবিসিজি০.০৫ এম এলজন্মের পর থেকেবাম বাহুর উপরের অংশেচামড়ার মধ্যে
ডিফথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টাংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জা-বিপেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ডিপিটি হেপাটাইটিস- বি, হিব০.৫ এম এল৪ সপ্তাহ৬ সপ্তাহউরুর মধ্যভাগের বহিরাংশে (১ম- বাম, ২য়- ডান, ৩য়-বাম উরুতে)মাংপেশী
নিউমোকক্কাল জনিত নিউমোনিয়াপিসিভি ভ্যাকসিন০.৫ এম এল৪সপ্তাহ৬ সপ্তাহউরুর মধ্যভাগের বহিরাংশে (১ম-ডান, ২য়-বাম, ৩য়-ডান উরুতে)মাংসপেশী
পোলিওমাইলাইটিসওপিভি২ ফোঁটা৪*৪ সপ্তাহ৬ সপ্তাহমুখেমুখে
হাম ও রুবেলাএমআর টিকা০.৫ এম এল৯ মাস বয়স পূর্ণ হলেউরুর মধ্যভাগের বহিরাংশে (ডান উরুতে)চামড়ার নিচে
হামহামের টিকা০.৫ এম এল১৫ মাস বয়স পূর্ণ হলেউরুর মধ্যভাগের বহিরাংশে (বাম উরুতে)চামড়ার নিচে

*          ওপিভি টিকা মোট ৪ (চার) ডোজ দিতে হবে। ৪র্থ ডোজটি এমআর টিকার সাথে দিতে হবে। এছাড়া ও জন্মের ১৪   দিনের মধ্যে ওপিভির অতিরিক্ত ডোজ দেয়া যেতে পারে।

এই নিয়ম মেনে টিকা না দিলে টিকা অকার্যকর হওয়ার সম্ভাবনা থেকে যায়।

১৫ বছর বয়সী কিশোরী ও ১৫-৪৯ বছর বয়সের মহিলাদের টিকাদান সময়সূচি

রোগের নামটিকার নামটিকার ডোজডোজের সংখ্যাটিকা শুরু করার সঠিক সময়টিকাদানের স্থানটিকার প্রয়োগ পথ
 হাম, রুবেলা এমআর ০.০৫ এম এল ১১৫ বছর বয়সী কিশোরী ১ম ডোজ টিটি টিকা পাওয়ার সময়বাহুর উপরের অংশেচামড়ার মধ্যে
   ধনুষ্টাংকার  টিটি(টিটেনাস টক্সয়েড)  ০.৫ এম এল   ৫টিটি-১: ১৫ বছর বয়সেটিটি-২: টিটি-১ পাওয়ার কমপক্ষে ২৮ দিন পরটিটি-৩: টিটি-২ পাওয়ার কমপক্ষে ৬ মাস পরটিটি-৪: টিটি-৩ পাওয়ার কমপক্ষে ১ বৎসর পরটিটি-৫: টিটি-৪ পাওয়ার কমপক্ষে ১ বৎসর পর বাহুর উপরের অংশেমাংপেশী

*          ১৫ বছর বয়সী সকল কিশোরীদের ১ ডোজ এমআর টিকা টিটি-১ টিকা নেয়ার সময় দিতে হবে।

*          যত দেরি করেই পরবর্তী নির্ধারিত টিকা নিতে আসুক না কেন তাকে ৫ ডোজ টিটি টিকার সময়সূচি অনুযায়ী প্রাপ্য পরবর্তী ডোজটি দিতে হবে।

টিকা প্রদানের জন্য অনুসরনীয়

১. উদ্দিষ্ট শিশু, কিশোরী ও মহিলাদের সবগুলো টিকা সময়সূচি অনুযায়ী শেষ করতে হবে।

২. সর্বনিম্ন বিরতির আগে টিকা দিলে তা কার্যকরী হবে না এবং এই ডোজটি বাতিল বলে গন্য হবে।

৩. পোলিও, পেন্টালেন্ট, পিসিভি ও টিটি টিকার ডোজের বিরতির কোনো সর্বোচ্চ সীমা নেই। দু’টি ডোজের মধ্যে সময় যদি ১২ মাসের ও বেশি হয় তবুও আবার প্রথম থেকে টিকা দেয়া শুরু করা যাবে না। নূন্যতম বিরতি পর হলেই পরবর্তি ডোজ টিকা দিতে হবে। অর্থাৎ প্রথম ডোজ দেয়ার ২৮ দিনের পরিবর্তে ২/৩ মাসের পরে শিশু / মহিলা আসলেও তাকে দ্বিতীয় ডোজ দিতে হবে।

৪. কোনো টিকার ডোজ অনুমান করে বা নিশ্চিত না হয়ে দেয়া যাবে না।

Tags: শিশুদের টিকা দেওয়ার সময়সূচী বাংলাদেশ, বিসিজি টিকা কখন দিতে হয়, শিশুর টিকা কার্ড, টিকা না দিলে কি হয়, শিশু টিকা কার্ড pdf, বিসিজি কিসের টিকা, আইপিভি টিকা কি, বিসিজি টিকা না পাকলে, আপনার শিশুর টিকা: কোন টিকা, কখন, সদ্যোজাতের জরুরি টিকা- Child Vaccination, নবজাতকের টিকার তালিকা, শিশুর টিকা দিন জেনে-বুঝে, বাচ্চাদের কোন টিকা কিসের জন্য, শিশুর টিকা

Related Articles

Back to top button
error: