Last updated on September 15th, 2024 at 04:12 pm
চতুর্থ বারের মত ৪২ বছর বয়সী অ্যাঞ্জেলিনা জোলি আবার নতুন করে সংসার সাজানোর পরিকল্পনা শুরু করছেন ব্রিটিশ এক ধনাঢ্য সমাজকর্মীর সঙ্গে।
অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে আইনগতভাবে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া এ বছরই শেষ হয়ে যাবে। গুঞ্জন উঠেছে তার নতুন প্রেমিকের সঙ্গে প্রায় এক বছর ধরে প্রেম করছেন এই অভিনেত্রী। খুব দ্রুত বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শেষ করে এ বছরের জুলাই কিংবা আগস্টেই হতে পারে জোলির বিয়ে। জানা গেছে যে, বিয়ে হবে লন্ডনের বাইরে জোলির রাজকীয় বাংলোতে।
তবে যার সাথে বিয়ে হবে বলে গুঞ্জন চলছে তার পরিচয় এখনো মেলেনি। প্রকাশ্যে কোথাও তার সাথে জোলিকে দেখা যায় নাই। এই আকর্ষণের অপেক্ষায় এখন জোলির ভক্তরা। জোলির মত তার প্রেমিক ও স্বেচ্ছাসেবামূলক কাজের সাথে জড়িত। হলিউডের আর এক তারকার স্ত্রীর মাধ্যমে পরিচয় হয়েছিল তাদের এবং পরবর্তিতে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।
৬ সন্তানের জননী জোলি প্রথম বিয়ে করেন ১৯৯৬ সালে অভিনেতা জনি লি মিলারকে। পরবর্তিতে বিবাহবিচ্ছেদের মাধ্যমে দ্বিতীয় বিয়ে করেন ১৯৯৯ সালে অভিনেতা বিলি বব থরটনকে ও তৃতীয় বারের মত বিয়ে করেন ২০১৪ সালে ব্র্যাড পিটকে। জোলির সন্তানেরা তার এই নতুন বিয়ের সংবাদে অনেক খুশি। তারা পরিকল্পনাও করে ফেলেছে যে কে কখন কীভাবে এই বিয়ের অনুষ্ঠান উদযাপন করবে।
আরও পরুন-
জেনে নেয়া যাক, পুরুষ শাসিত সমাজে মেয়েদের অবস্থান কোথায়?