মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের তালিকা, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্রের নাম কি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র মনে রাখার কৌশল, মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি, মুক্তিযুদ্ধের সহজ ছবি, মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয় কোনটি?
বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র যা পরবর্তি প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অবহিত করেছে। তার মধ্যে কিছু চলচ্চিত্র সেই রক্তক্ষয়ী ইতিহাসকে করেছে জীবন্ত। এমনই কিছু চলচ্চিত্র এখানে উল্লেখ করা হয়েছে-
সকলের মন জয় করা মুক্তিযুদ্ধ ভিত্তিক জনপ্রিয় গানের সংগ্রহ (গানের লিংক সহ)
আগুনের পরশমনি/Aguner Poroshmoni (১৯৯৪)
আগুনের পরশমনি ছবিটি হুমায়ূন আহমেদে লিখেছেন ও পরিচালনা করেছেন। এটি হুমায়ূন আহমেদের পরিচালিত প্রথম চলচ্চিত্র ছিল এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছে ৮টি ক্যাটাগরিতে। এই মুভিতে অভিনয় করছিলেন আসাদুজ্জামান নূর, বিপশা হায়াত, শিলা আহমেদ, আবুল হায়াত, ডলি জোহুর এবং দিলারা জামান। ১০ মে, ১৯৯৪ সালে মুভিটি মুক্তি পায়।
আইএমডিবি রেটিং ৯.১ (১০ এর মধ্যে)
আলোর মিছিল/Alor Michil (১৯৭৪)
আলোর মিছিল মুভিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন নারায়ণ ঘোষ মিতা। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আবদুর রাজ্জাক, বাবিতা, ফারুক এবং আনোয়ার হোসেন। ২৫শে জানুয়ারি, ১৯৭৪ সালে মুভিটি মুক্তি পায়।
আইএমডিবি রেটিং ৮.৮ (১০ এর মধ্যে)
অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী / Arunodoyer Agnishakkhi (১৯৭২)
অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত সুভাষ দত্ত পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশী চলচ্চিত্র। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ববিতা, উজ্জ্বল,সুভাষ দত্ত, আনোয়ার হোসেন, মাসুদ, খোকন ও আহমেদ শরীফ।
আইএমডিবি রেটিং ৭.৬ (১০ এর মধ্যে)
হাঙর নদী গ্রেনেড/Hangor Nodi Grenade (১৯৯৭)
হাঙর নদী গ্রেনেড চলচ্চিত্রটি ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এবং চাষি নজরুল ইসলাম পরিচালিত। চলচ্চিত্রটি সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড উপন্যাস অবলম্বনে নির্মিত। সুচরিত, সোহেল রানা এবং অরুণ বিশ্বাস এই ছবিটি অভিনয় করেছেন।
আইএমডিবি রেটিং ৮.৮ (১০ এর মধ্যে)
জীবন থেকে নেয়া/Jeebon Theke Neya (১৯৭০)
জহির রায়হান পরিচালিত এই চলচ্চিত্র অভিনয় করছেন রাজ্জাক, সুচন্দা, শওকত আকবর, আনোয়ার হোসেন, খান আতাউর রহমান, রওশন জামিল ও রোজি সামাদ অভিনয় করেন। ১১৪ মিনিট দীর্ঘ মুভিটি মুক্তি পায় ১৯৭০ সালে।
আইএমডিবি রেটিং ৯.৩ (১০ এর মধ্যে)
জয়যাত্রা/ Joyjatra (২০০৪)
তৌকির আহমেদ পরিচালিত জয়যাত্রা চলচ্চিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বিপশা হায়াত, আজিজুল হাকিম, আহসান হাবিব নাসিম এবং আরো অনেক অভিনেতারা।
আইএমডিবি রেটিং ৮.২ (১০ এর মধ্যে)
মাটির ময়না/ Matir Moyna /The Clay Bird (২০০২)
তারেক মাসুদ পরিচালিত মাটির ময়না চলচ্চিত্রটি লিখেছেন তিনি নিজে এবং ক্যাথেরিন মাসুদ। এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নূরুল ইসলাম বাবলু, জয়ন্ত চট্টোপাধ্যায় এবং রোকেয়া প্রচারী। ঢাকার ধামরাই এবং ফরিদপুরে এই মুভির শুটিং হয়।
আইএমডিবি রেটিং ৮.৫ (১০ এর মধ্যে)
ওরা ১১ জন/Ora Egaro Jon (১৯৭২)
ওরা ১১ জন চলচ্চিত্রটি আল-মাসুদ লিখিত এবং চাষি নজরুল ইসলাম পরিচালিত। এই ছবিতে অভিনয় করেছেন খসরু নোমান, আব্দুর রাজ্জাক ও শাবানা। আগস্ট ১১, ১৯৭২ সালে মুভিটি মুক্তি পায়।
আইএমডিবি রেটিং ৯.১ (১০ এর মধ্যে)
শ্যামল ছায়া/Shyamol Chhaya (২০০৪)
হুমায়ূন আহমেদ পরিচালিত শ্যামল ছায়া চলচ্চিত্রটি মুক্তি পায় ১৬ই ডিসেম্বর ২০০৪ সালে। হুমায়ুন ফরিদী, তানিয়া আহমেদ, শিমুল, রিয়াজ ও শাওন এই ছবিতে অভিনয় করছেন।
আইএমডিবি রেটিং ৮.৫ (১০ এর মধ্যে)
সবশেষে
আমাদের আজকের ব্লগ আর্টিকেল ৯টি দুর্দান্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র যা না দেখলে মিস নিয়ে ছিল আপনাদের কাছে কেমন লাগলো?৯টি দুর্দান্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র যা না দেখলে মিস জানার জন্য আমাদের এই পোষ্টটি আপনি পড়ে থাকলে আপনার অবশ্যই উপকারে আসবে তাই আশা করছি।
আপনাদের সুবিধার্তে কষ্ট করে ৯টি দুর্দান্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র যা না দেখলে মিস পোষ্ট করেছি। আপনি যদি আমাদের এই নিবন্ধিত পোষ্ট টি পুরো পড়ে থাকেন তাহলে আপনি ৯টি দুর্দান্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র যা না দেখলে মিস জেনে যাবেন।
কক্সবাজারের সেরা সকল ৯টি দুর্দান্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র যা না দেখলে মিস জানতে এই ব্লগ টি পড়ুন নিয়মিত। আর আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন । সেই সাথে আমাদের এই মিনসাইটার সাইট কে বুকমার্ক করে রাখবেন , এর ফলে আপনি আমাদের সকল ধরনের এর প্রয়োজনীয় সকল আর্টিকেল গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন।