স্বাস্থ্য ও রূপ চর্চা

জেনে নিন করলার ১০টি পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা

করলা বা করল্লা বা উচ্ছা বা উচ্ছে এক প্রকার তেতো জাতীয় পুষ্টিকর সবজি। তবে তেতো হলেও অনেকেই এটি ভাতের সাথে ভর্তা  বা ভাজি হিসেবে খেতে পছন্দ করেন। এই সবজির পুষ্টিগুণ ও উপকারিতা অনেক তাই খাদ্যতালিকায় এই খাবারের উপস্থিতি বাঞ্ছনীয়।

রক্তের সমস্যা সমাধান করে

রক্তের দূষিত উপাদান দূর করে করলা রক্তকে বিশুদ্ধ করে। করলার রসের সাথে অল্প পরিমান লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করলে কয়েক মাসের মধ্যেই সমাধান মিলবে।

ডায়াবেটিস নিয়ন্ত্রন

করলার প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রনে সহায়তা করে। করলার রস শরীরের কোষগুলোর চিনি গ্রহণের ক্ষমতা বাড়িয়ে দেয় এবং রক্তে চিনির পরিমান নিয়ন্ত্রন করে। একে অনেকে প্রাকৃতিক ইনসুলিন ও বলে থাকে।

ক্যানসার কোষ নিয়ন্ত্রন

করলার রস ক্যানসার কোষ ধ্বংস করে এবং নতুন কোষ তৈরি হতে দেয় না।

চোখের সমস্যা

এই সবজিতে আছে প্রচুর পরিমানে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।

হজমে স্বস্তি আনে

করলা হজমের জন্য অনেক উপকারী। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা অবশ্যই করলার রস পান করবেন । এটি পরিপাকতন্ত্রের জটিলতা দূর করে নিমিষেই।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

করলা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত করলা খেলে জ্বর, সর্দি, কাশি, ও বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়।

বাতের ব্যাথা কমায়

করলার রস বাতের ব্যথা কমাতে সাহায্য করে। এর রস রক্ত পরিষ্কার করে ও রক্তের সঞ্চালন বাড়িয়ে বাতের ব্যাথা কমিয়ে দেয়।

অরুচি দূর করে

করলা রুচি বাড়াতে সাহায্য করে। অনেকসময় জ্বর বা বদহজমের জন্য মুখের রুচি থাকে না ফলে  অপুষ্টিজনিত সমস্যার প্রকোপ বেড়ে যায়। এ ক্ষেত্রে উস্তা ভাজি ভাতের সাথে বা রস করে আলাদা ভাবে খেলে খাবারে রুচি বাড়বে।

শ্বাসরোগ দূর করে

করলার রস মধুর সাথে মিশিয়ে খেলে ফুসফুস ভালো থাকে। এই রস অ্যাজমা, ব্রংকাইটিস ও গলার প্রদাহে উপকার করে।

ত্বক সুন্দর রাখে ও তারুণ্য ধরে রাখে

করলা নানা ধরনের চর্মরোগ দূর করে। করলা উচ্চ রক্তচাপ ও শরীরের অতিরিক্ত চর্বি কমায়। এর তেতো রস কৃমিনাশক। এটি রক্ত পরিষ্কার করে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। করলার রস আপনাকে নানান ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্ত রেখে তাড়াতাড়ি বুড়িয়ে যাওয়া থেকে মুক্ত রাখবে।

করলার ছবি, করলার উপকারিতা ও অপকারিতা, উচ্ছে ও করলার পার্থক্য, তিতা করলার উপকারিতা, করলার জুসের উপকারিতা, করলার অপকারিতা, খালি পেটে করলার জুস খাওয়ার উপকারিতা, কাঁচা করলার উপকারিতা, তিতা করলার উপকারিতা, করলার উপকারিতা ও অপকারিতা, করলার জুস বানানোর নিয়ম, খালি পেটে করলার জুস খাওয়ার উপকারিতা, করলার জুস খাওয়ার নিয়ম, করলার জুসের অপকারিতা, করলার রস খেলে কি সত্যিই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, করলার জুস এর উপকারিতা

আরও পড়ুন-

Related Articles

Back to top button
error: